
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত রেবাবার (৯ নভেম্বর) সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়ের নেতৃত্বে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে কদমতলী, দনিয়া, সানারপাড়সহ তিনটি স্থানে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। আল রাব্বি ওয়াশিং ও ভাই ভাই ওয়াশিং সার্ভিস নামের দুটি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ৬০০ মিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসের পাইপ ও বুস্টার জব্দসহ ‘ভাই ভাই ওয়াশিং সার্ভিস’ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ১,২০০টি বাড়ির ১,৫০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩,১০০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।
অন্যদিকে সাভার-আশুলিয়া এলাকায় পরিচালিত অভিযানে ৪৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৯০০ ফুট পাইপ জব্দ করা হয়। এতে মাসিক প্রায় ১১ লাখ ৫৫ হাজার ৯৯৬ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাসের ভিজিল্যান্স বিভাগ কর্তৃক ফতুল্লা এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হলেও উল্লেখযোগ্য কোনো অনিয়ম পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত তিতাস গ্যাসের নিয়মিত অভিযানে মোট ৭৪,০২৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫৮,১৪৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩১০.৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাসের অভিযান চলমান — অবৈধ সংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত।
আমার বার্তা/এমই

