
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-১ আসনে এখনো কোন প্রার্থী 'গ্রীন সিগনাল' পাননি। তবে এই আসনের অন্যতম সম্ভাব্য প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দীকী নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোর কদমে। এর ই ধারাবাহিকতায় শনিবার (১ নভেম্বর) শিবচর উপজেলার পাচ্চর গোল চত্বরে এক বিশাল নির্বাচনী প্রচারনায় অংশ নেন এই নন্দিত এই জন নেতা।
ডা: মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে বিকাল ৩ টায় শুরু হওয়া এই জনসভায় দুপুর থেকেই আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে কর্মী- ভক্তবৃন্দ। কয়েক ঘন্টার মধ্যেই হাজার হজার মানুষের জন সমুদ্রে পরিনত হয় পাচ্চর গোল চত্বর। সাধারন মানুষের মাঝে ছিলো আনন্দ মুখর পরিবেশ। উক্ত জনসভায় শিবচর উপজেলার বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরব গাঁথা ইতিহাস নিয়ে আলোচনা করেন নাদিরা চৌধুরী, শামীম চৌধুরী, হেমায়েত হোসেন খান, এনায়েত হোসেন, সৈয়দা আক্তার, ইমতিয়াজ আহমেদ তুরাগ, কামরুজ্জামান মিলন সহ অন্যান্য নেতা কর্মীগন। বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দীকী বলেন, দেশে এখন অস্থিতিশীলতা বিরাজ করছে। অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগনের নির্বাচিত সরকার ই পারে দেশের এই ক্রান্তিকাল অতিক্রম করতে। দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, এই দেশের মানুষ ফ্যা'সিস্ট সরকারের পতন ঘটিয়েছে মুক্তির আশায়। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে যা বিগত তিন নির্বাচনে হয় নি। আসন্ন নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সবার দোয়া চান এবং তার পাশে সবাই থাকবেন বলেও প্রত্যাশা করেন।
আমার বার্তা/মো. মহিউদ্দিন খান/এমই

