
মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতার দেশ গড়বে সমবায়”।
শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া উপজেলা বিআরডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও তালাশ বিডি.কমের উপজেলা প্রতিনিধি মো. আব্দুল হামিদ, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোমিন, সচেতন নাগরিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে সাম্য, ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
আমার বার্তা/মো: নাজমুল হক/এমই

