
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
এতে সরাইল উপজেলা সমবায় অফিসার মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাপলা মৎস্যজীবী সমিতির সভাপতি ক্ষীরোধ দাস, আশার প্রদীপ ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সাজিদ ভুইয়া, সরাইল-নাসিরনগর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দুর্গাচরণ দাস, সভাপতি প্রভাতী মৎস্যজীবি সমিতির সভাপতি আবুল বাসার, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাছলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মৎস্যজীবি সমিতির সদস্য আলী হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

