দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেক পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আলাদা দলে ভাগ হয়ে তারা লেকের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সময় শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যালি, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
নেতারা জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা হচ্ছে। তারা বলেন, ‘স্বেচ্ছাসেবক দল ইতোমধ্যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। হামলা-মামলা, গুম-খুন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট আলিম চোকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার বার্তা/এল/এমই