সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জননেতা আনিসুল হকের ৩০ জুলাই (বুধবার) ধর্মপাশা উপজেলার মধ্যবাজার খোলা মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান, সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি,সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক ।
ধর্মপাশা উপজেলা আহবায়ক কমিটির সদস্য কাজী মাজারুল হক সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক এস এম রহমত।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আফসারুল আলম (চন্দন পীর), ধর্মপাশা উপজেলা কৃষক দলে সভাপতি ডাঃ ফারুক আহমেদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক এম এ হাবিবুল্লাহ, যুগ্ম আহব্বায়ক মোঃ রোমান আহম্মেদ, মোঃ তোষার আহম্মেদ প্রমুখ।
এছাড়াও ধর্মপাশা উপজেলা থেকে শুরু করে ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম রহমত তার বক্তব্যে বলেন , ধর্মপাশা উপজেলা বিএনপি এক্যবদ্ধ হয়ে রাজনৈতিক করলে আমাদের বিজয় সুনিশ্চিত, তাই আমরা তৃণমূল নেতাকর্মী কে নিয়ে রাজনৈতিক মাঠ পর্যায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতেছি । বিএনপি বড় বড় নেতাদের কে নানা ভাবে সমালোচনা বা কটাক্ষ করছে একটি নতুন এনসিপি দল, এনসিপি দলের এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারে কক্সবাজারে এক প্রাগ্রামে সালাহ্ উদ্দিন এবং নেত্রকোণা প্রাগ্রামে লুৎফুর রহমান বাবর কে নিয়ে নানা সমালোচনা ও কটাক্ষ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সমালোচনা এবং কটাক্ষ করার প্রতিবাদে নাসির উদ্দিন পাটোয়ারি কে এনসিপি দল থেকে বহিষ্কার করতে হবে ,তা না হলে সারাদেশে বিক্ষোভ শুরু হয়ে যাবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। আজকের জনসভা হচ্ছে জনতার দরবারে বিএনপির কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।