কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আটক হয়েছেন উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২)।
এলাকাবাসী জানান, সোহেল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরোলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘ কয়েক বছর। ভ্যানচালক বাবা এবং গৃহপরিচারিকা মায়ের সন্তান সোহেল করাত মিলে শ্রমিকের কাজ বাদ দিয়ে শুরু করেন মাদক ব্যবসা। বিগত সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ মাদক সহ সোহেলকে একাধিকবার আটক করেন। এবং জামিনে বের হয়ে পুলিশি ঝমেলা এড়াতে কুষ্টিয়ার স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সোহেলের। স্থানীয় ওই পত্রিকার প্রতিনিধিত্ব বাতিল হলে জি বাংলা নামের ইউটিউব টিভি চ্যানেল নিজেই খুলে শুরু করেন অপ সাংবাদিকতা। জি বাংলার বুম নিয়ে প্রায়শই দেখা যেতো তার সাংবাদিকতার দাপট ।
সোহেলের এলাকার যদুবয়রা ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হননি।
আয়ের কোন উৎস না থাকলেও শুধুমাত্র মাদক ব্যবসা করে বাড়ি করা সহ বিলাসী জীবন যাপন করেন সোহেল। নিজেকে নিরাপদ রাখতে বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা লাগিয়েছেন সোহেল।
সম্প্রতি সোহেলের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানায় স্মারক লিপি প্রদান করেছেন। এলাকার এই সকল যুবকদের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এলাকাবাসী মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এবং শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।