ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রমশই বৃদ্ধি পাওয়া মাদকের ভয়াল থাবা, ছিনতাই চুরি ও জুয়া প্রতিরোধ করে সমাজে'র শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা'য় রাজপথে নেমেছে সাধারণ মানুষ।
শুক্রবার (২৫ জুলাই) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে'র মিতালি ক্লাব মোড়ে স্থানীয় ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, বন্ধন যুব সংগঠন, মিতালী সমাজ কল্যাণ সংঘ, একতা সমাজ কল্যাণ সংঘ, প্রভাতী সমাজসেবা সমিতি,দূরন্ত পথিক সমাজকল্যাণ সংঘ,ভুঁইয়া ফাউন্ডেশন, দেওড়া ফুটবল একাডেমি, গরীব গায়েজ,নব দিগন্ত যুব সংঘ,ব্রাদার্স ফাউন্ডেশন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য ও সাধারণ জনতা।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আল আমীন শাহীন।
তিনি বলেন, আজকের এই মানববন্ধন ঐক্যের, এই মানববন্ধন শান্তির জন্যে। দেওড়া গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে এই গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, অতিদ্রুত মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতির সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে এসে সাধারণ মানুষ শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করুন।
মানববন্ধনে স্থানীয় মুরুব্বি আকরাম খানের সভাপতিত্বে ও হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাহবুবুর রহমান বাবুল, বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আক্তার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বি চপল, নুরুজ্জামান জাবেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে গ্রামবাসী অভিযোগ করে বলেন, শাহজাদাপুর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপন মিয়া'র নেতৃত্বে দেওড়া গ্রামের চুরি ছিনতাই ও মাদকের উপদ্রব বৃদ্ধি পেলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করা হলেও পুলিশ তাদের রাখছে ধরাছোঁয়ার বাইরে। এতে করে দেওড়া গ্রামে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড, ধ্বংসের মুখে যুবসমাজ। বক্তারা হুশিয়ারি দিয়ে আরও বলেন, মাদক ব্যবসা ও চুরি ডাকাতির সঙ্গে সম্পৃক্তদের সতর্ক করে দিতে চায়, আপনারা আলোর পথে না আসলে সামাজিকভাবে আপনাদের শক্ত হাতে দমন করা হবে।