চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে তার পলাতক স্বামী মোছলেম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জোয়াইড় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী গৃহবধূ চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা ছিলেন। ১২ বছর আগে তিনি মোছলেম উদ্দিনের সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিবাহের পর থেকেই স্বামী মোছলেম উদ্দিন তাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।
গত ১৪ জুন মোছলেম উদ্দিন এবং তার পরিবার সিএনজি ক্রয় করার জন্য ভুক্তভোগীকে তার পরিবারের কাছ থেকে টাকা সংগ্রহ করতে চাপ দেয়। টাকা না পেয়ে তারা ভুক্তভোগীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, হত্যার ঘটনায় ভুক্তভোগীর বাবা নুরুল আফচার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন। পরে তাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ