বাংলাদেশের প্রথম এভিয়েশন ও ট্যুরিজম লিস্টিং প্ল্যাটফর্ম aviation.com.bd আবারও নিয়ে আসছে তাদের CSR উদ্যোগ “Wings for All 2.0”— নতুন রূপে, নতুন স্বপ্ন নিয়ে। প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের এভিয়েশন ও ট্যুরিজম শিল্পকে আধুনিক ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সার্ভিস প্রোভাইডার, পেশাজীবী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে তথ্য, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছে। aviation.com.bd বর্তমানে সার্ভিস লিস্টিং, প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম, নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসচ্ছল তরুণদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগও তৈরি করছে।
২০২৫ সালের শুরুতে প্রথমবারের মতো aviation.com.bd চালু করেছিল “Wings for All” উদ্যোগ, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ২৫ জন তরুণ-তরুণীকে সম্পূর্ণ বিনামূল্যে “Basics of Aviation Ground Operation” বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালিত এই কোর্স শেষে শিক্ষার্থীরা সার্টিফিকেট পান। ওই ব্যাচের শিক্ষার্থীরা জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের জীবনে নতুন দিশা দিয়েছে এবং এভিয়েশন ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছে।
এছাড়া, তাদের প্রথমবারে উদ্যোগের অংশ হিসেবে HB Aviation & Tourism Institute শীর্ষ পারফর্মার একজন শিক্ষার্থীকে স্পনসরড Air Ticketing কোর্স উপহার দিয়ে সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
প্রথম ব্যাচের সফলতা ও ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতেই aviation.com.bd এবার চালু করছে “Wings for All 2.0”। এ বছর অগ্রাধিকার দেওয়া হবে তাদেরকে, যারা এভিয়েশন ক্যারিয়ার গড়তে সত্যিই আগ্রহী, যারা দেশের দূরবর্তী অঞ্চল থেকে আসছে এবং যারা আর্থিকভাবে অসচ্ছল হলেও শেখার ইচ্ছা হারায়নি। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, আর ক্লাস শুরু হবে ১০ অক্টোবর ২০২৫ থেকে। অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে কোর্সটি পরিচালিত হবে এবং নির্বাচিত ২৫ জন শিক্ষার্থী সফলভাবে কোর্স শেষ করলে পাবেন সার্টিফিকেট।
আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে, ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। আবেদন করতে প্রয়োজন হবে আপডেটেড সিভি, সর্বশেষ শিক্ষাগত সনদের কপি এবং সর্বোচ্চ ২০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাস (SOP) যেখানে লিখতে হবে কেন তাকে বাছাই করা উচিত।
aviation.com.bd বিশ্বাস করে—“Wings for All 2.0” শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং এটি তরুণদের জীবনে পরিবর্তনের গল্প, যেখানে তৈরি হবে দক্ষ মানবসম্পদ এবং নতুন প্রজন্মের জন্য খুলে যাবে আকাশ ছোঁয়ার সুযোগ।