
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৪ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে এ পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ।
পুনঃতফসিল অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে, ২৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু ও ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান।
এছাড়া ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২০ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তবে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা ওই তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখের বিরোধিতা করায় সোমবার এ তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
আমার বার্তা/এল/এমই

