অষ্টম দিনের মতো মঙ্গলবারও (১৯ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান চলছে। সোমবারও বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর। আর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ আর মনোনয়ন ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
অন্যদিকে কারো চাপে নয়, বরং শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান।
ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়।
ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন তারা।
ফরম জমা দেয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।
আর প্যানেল ঘোষণা না হলেও এদিনও মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা।
এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস পদপ্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন প্রতিরোধ পর্ষদ। ২৪ ও ৭১ গণহত্যার জড়িতদের প্রতিহতের ঘোষণা দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান জানিয়ে বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণের সময়।
আমার বার্তা/এল/এমই
অষ্টম দিনের মতো মঙ্গলবারও (১৯ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান চলছে। সোমবারও বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর। আর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ আর মনোনয়ন ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
অন্যদিকে কারো চাপে নয়, বরং শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান।
ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়।
ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন তারা।
ফরম জমা দেয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।
আর প্যানেল ঘোষণা না হলেও এদিনও মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা।
এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস পদপ্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন প্রতিরোধ পর্ষদ। ২৪ ও ৭১ গণহত্যার জড়িতদের প্রতিহতের ঘোষণা দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান জানিয়ে বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণের সময়।
আমার বার্তা/এল/এমই