ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতার স্বাক্ষরে গঠন হয়েছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কমিটি।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেন ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার (বিলুপ্ত কমিটি) সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।
উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও দলীয় বিবেচনায় সিলেকশন কমিটি গঠন করায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
আমার বার্তা/এল/এমই