ই-পেপার রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

নতুন মোড়কে বিসিবির এইচপি ক্রিকেট, চালু হচ্ছে নতুন প্রোগ্রাম

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৪

বাংলাদেশে সাধারণত সব ধরনের ক্রিকেটারদের জন্য বিসিবির বিভাগ রয়েছে। অনূর্ধ্ব ১৭, ১৯, এইচপি বা ‘এ’ দল। তবে অনূর্ধ্ব-২৩ দলের জন্য কোনো কিছু এখনও করে উঠতে পারেনি বিসিবি। এবার সেই পরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল সংবাদ সম্মেলনে বুলবুল জানান, ‘(খালেদ মাসুদ) পাইলটের যে ইনোভেশন, আমাদের ব্রিলিয়ান্ট (লেগেছে)। আমাদের যে রিজিওনাল সেন্টারগুলো শুরু করছি তার প্রথম উদ্যোগ সিলেটের। আপনারা জানেন মাত্র চারটা জেলা দিয়েই আমরা এই পাইলট প্রোগ্রামগুলো রান করছি এবং এখানে যদি আমরা ভুল করি সেখান থেকে শিখতে পারব। তবে দেশব্যাপী আমরা চেষ্টা করছি রিজিওনাল সেন্টারগুলো যত তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারি। এতে করে আমরা যেন প্রত্যেকটা ক্রিকেটারকে একচুয়ালি সুযোগ দিতে পারি যে কীভাবে বাংলাদেশ জাতীয় দলে খেলার পথটা দেখানো যায়।’

রাজশাহীতে বিসিবির বাইরে ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেট উন্নয়নের কাজ শুরুর কথা জানালেন বিসিবি প্রধান, ‘রাজশাহীতে ২৫টি স্কুল নিয়ে শুরু হয়েছে। বাট রাজশাহীর এটা সম্পূর্ণ পাইলটের উদ্যোগ এবং তাদের মানুষ প্রাধান্য পাচ্ছে, ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা কম এখানে। বাট ক্রিকেট বোর্ডের উদ্যোগে যখন আমরা রাজশাহী জেলায় রিজিওনাল সেন্টারটা করব তখন আরও বড় হবে।’

এরপর অনূর্ধ্ব-২৩ ক্রিকেট নিয়ে বিসিবি প্রধান জানান, ‘আমি যদি উপর থেকে দেখি আমাদের একটা প্রতিষ্ঠিত জাতীয় দল আছে। জাতীয় দল টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট এবং আমাদের যে টাইগার্স টিমটা বিভিন্ন ফরম্যাটে খেলার জন্য প্রিপারেশন নেয়। আমাদের একটা ‘এ’ টিম আছে। যারা জাতীয় দলের ঠিক নিচের টিম। আমাদের একটা হাই পারফরমেন্স টিম আছে। যেখানে ট্যালেন্টেড ক্রিকেটাররা আছে। বাট রিসার্চ করে আমরা দেখেছি যে অনূর্ধ্ব-১৯ এবং হাই পারফরমেন্সের মাঝে একটা বড় গ্যাপ।’

বুলবুল আরও জানান, ‘আমরা অনূর্ধ্ব-২৩ একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি যেটার নাম হয়তো বাংলাদেশ একাডেমির আদলে থাকবে, যেখানে তারা কীভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয়, কীভাবে ইন্টারভিউ করতে হয়, কীভাবে টাইম মানতে হয়, কীভাবে একজন ক্রিকেটার হওয়া যায় এসব শিখবে। সেই লক্ষ্যে এবং তাদের স্কিলটাকে আমরা কীভাবে আরও বাড়াতে পারি সেই লক্ষ্যে আমরা এই নতুন টিমটা খুব তাড়াতাড়ি চালু করতে যাব এবং আমাদের সম্মানিত পরিচালক (আবদুর) রাজ্জাক সেটার লিড করছে।’

এ ছাড়া এইচপি ইউনিট ঢেলে সাজানোর কথাও বলেছেন বুলবুল, ‘হাই পারফরম্যান্সের ট্রেনিং ডিজাইনটা এমন হওয়া উচিত, যেখানে টিমের মেন্টাল অবস্থাটা হয়তো আর একটু উন্নত করা, ফার্স্ট বোলিং কিংবা স্পিন আর একটু বেটার খেলা নিয়ে কাজ করবে। এই যে ফাইন্ডিংসগুলো আছে তার আসল ট্রেনিং কিন্তু হাই-পারফরম্যান্সে হওয়া উচিত। যার মাধ্যমে ২০৩০-২০৩২ সালে বাংলাদেশ দলে খেলবে এমন খেলোয়াড় প্রস্তুত থাকবে।’

‘এই হাই-পারফরম্যান্স কনসেপ্টটাই আমাদের ভুল ছিল। সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি। যা অনেক কঠিন কাজ। এই কাজটা করতে গেলে প্ল্যানিংয়ের পরে মানুষ (জনবল) দরকার। মানে ভালো কোচ দরকার। সেই কাজগুলো আমরা করছি। আসলে কাজ করার জায়গা অনেক আছে এবং অনেক সুযোগ আছে। তাই চেষ্টা করছি সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য’, আরও যোগ করেন বিসিবি সভাপতি।

আমার বার্তা/জেএইচ

শান্ত-ওয়াসিম ঝড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। তবে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ

বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম, নিজেও এখন ফুটবল ক্লাবের মালিক। ফুটবল ও চ্যারিটিতে অবদানের জন্য

বিশ্বকাপ থেকে বাদ পড়া রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে ইতিহাস

জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকান তারকা রায়ান

ফাইনালের আগে বার্সা-রিয়ালের সম্পর্কে ‘ভাঙন’

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক। মাঠে তারা মুখোমুখি হওয়ার আগে যেন যুদ্ধের দামামা বেজে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইল অবৈধভাবে মাটি কাটার দায়ে ইটভাটায় জরিমানা

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছে জবি শিক্ষার্থীরা, এ সপ্তাহেই তালিকা প্রকাশ

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত

নির্বাচনের পর তিন খাতে অগ্রাধিকার কর্মপরিকল্পনা জানালেন ড. ইউনূস

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট জব্দ, ৫ হাজার কেজি মাছসহ ১৮ জেলে আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস-অনিয়ম তদন্ত হবে: ডিজি

টেকনাফ সীমান্তের ওপারে সংঘাতের ঘটনায় ৫৩ বিদ্রোহী আটক

কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার: শফিকুল আলম

ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃত্বে ইউসুব ও রাফি

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

শান্ত-ওয়াসিম ঝড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর

স্মার্টফোনের দাম বাড়লো যে কারণে

লেভেল প্লেয়িং ফিল্ডে সমস্যা নেই, ইইউ পর্যবেক্ষক দলকে আশ্বস্ত প্রধান উপদেষ্টা

.bd ডোমেইনে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির হত্যা: মূল শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪