ই-পেপার রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

মোস্তাফিজ-ইস্যুর পর দুশ্চিন্তা বিশ্বকাপ নিয়েও, কী করবে বিসিবি?

আমার বার্তা অনলাইন:
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:১০

বাংলাদেশের ক্রিকেটে এমন পরিস্থিতি আর আসেনি। দল পেয়েও এবার কেবল রাজনৈতিক কারণে আইপিএলে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করেছে। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে বাদ দিতে।

বিসিসিআইয়ের নির্দেশ মেনে কেকেআর মোস্তাফিজকে আইপিএল খেলতে না করে দিয়েছে। ঘটনা অনেক বড়। স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিক্রিয়া জানতে। বিসিবি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী আর পরিচালক ইফতিখার রহমান মিঠুর সঙ্গে। কিন্তু তাদের কাউকেই পাওয়া যায়নি।

সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর তিন পরিচালক ইফতিখার রহমান মিঠু, আমজাদ হোসেন ও আবুল বাশার শিপলু বর্তমানে সিলেটে। বিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয় ‘বিসিবি সিলেট’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে তারা সিলেটে গেছেন। ঢাকার বাইরে প্রথম বিভাগ ও আঞ্চলিক কার্যালয় হিসেবে সিলেট বিসিবি প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠানের মধ্যেই হয়ত নিজেরা কথা বলে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে পারেন বিসিবি সভাপতি। এর বাইরে খালেদ মাহমুদ সুজন এখন বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট না থাকায় কথা বলতে রাজি হননি।

মোস্তাফিজ-ইস্যু যদি নিরাপত্তাজনিত কারণে হয় (ভারতের উগ্র হিন্দুত্ববাদিরা মোস্তাফিজকে আইপিএলে খেলানো নিয়ে নানা ধরনের হুমকি দিচ্ছিল), তবে নতুন করে ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে। কেননা এ বছরই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দলের সেখানে খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিবি বাংলাদেশ দলের ভারতে খেলতে যাওয়ার ঝুঁকির বিষয়টি আইসিসির নজরে আনবে। তারপর আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।

সেক্ষেত্রে ভারতের মাটি নিরাপদ না হলে আইসিসির কাছে বিকল্প ভেন্যুতে খেলার দাবি জানাতে পারে বিসিবি।

আমার বার্তা/এমই

মোস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কী হতো: শশী থারুর

মৌলবাদী হিন্দুদের হুমকির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে

ভারতে খেলবে না বাংলাদেশ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে।

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে তাদের লিগ পর্বের চার ম্যাচের

১০০ মিনিটের বেশি দশ জন নিয়ে খেলে কোয়ার্টার ফাইনালে মালি

এল বিলাল তোরে স্পট কিক থেকে জয়সূচক গোল করলেন। ১০ জনের মালি তিউনিসিয়াকে ৩-২ গোলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার ফোনালাপ

তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি

দাম বেড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১৩০৬ টাকা

মোস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কী হতো: শশী থারুর

ভারত থেকে চাল আমদানি রাজনৈতিক নয়, এটি বাজারের প্রক্রিয়া

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ

পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার

ভারতে খেলবে না বাংলাদেশ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

ফ্রিল্যান্সিং প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে: আসিফ নজরুল

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ফয়েজ আহমদ

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, ইসির অনুমোদনের অপেক্ষায়

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদানের ঘোষণা মাস্কের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আইনি দিক খতিয়ে দেখছে সরকার

২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত

জামিনে মুক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

১০০ মিনিটের বেশি দশ জন নিয়ে খেলে কোয়ার্টার ফাইনালে মালি