
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল থানা সাব- ইনস্পেক্টর প্রবোধ দাস, সরাইল উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, উপলব্ধি সংস্থার সভাপতি দেবদাস সিংহ রায়, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, মিতালী সমাজকল্যাণ সমিতির সভাপতি, সাংবাদিক মোং মাহবুব খান, সুক এর পরিচালক মো. সাদেকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. খসরু মিয়া প্রমূখ।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

