টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও শিষ্যদের ফিনিশিংয়ের দুর্বলতা হতাশ করেছে বাংলাদেশ কোচ পিটার বাটলারকে। কিংস অ্যারেনার কর্দমাক্ত ও ভারী মাঠ নিয়েও আক্ষেপ ছিল এই ইংলিশ কোচের কণ্ঠে। দলের মধ্যে প্রতিযোগিতা আনতেই দ্বিতীয়ার্ধে একাদশে বড় পরিবর্তন আনেন বাটলার। এদিকে, এমন মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন ঠিক হয়নি বলে জানান শ্রীলঙ্কান কোচ।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়েছে বাংলাদেশ নারী দলের। শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানের জয় পেয়েছে বাংলার জয়িতারা। তবে কিংস অ্যারেনায় প্রথমার্ধের ফুটবলারদের পারফরম্যান্স কিছুটা হতাশ করেছে লাল-সবুজ কোচ পিটার বাটলারকে। ম্যাচের পাঁচ মিনিটে দুই গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টাতে মুনকি-স্বাগরিকাদের ফিনিশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে তিন পরিবর্তন আনেন ইংলিশ কোচ। তাতেই পারফরম্যান্সের ধার বাড়ে মুনকি-সাগরিকাদের। যা স্বস্তি দিয়েছে বাটলারকে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের কম্বিনেশন ঠিক রেখে দ্বিতীয়ার্ধে একাদশে পরিবর্তন আনা চ্যালেঞ্জিং ছিল। তবে শান্তি ও বন্যা দুর্দান্ত খেলেছে। মিয়ানমার থেকে লম্বা একটা জার্নির পর এমন পারফরম্যান্স সত্যিই দারুণ। তবে আমার মনে হয় প্রথমার্ধে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। ফিনিশিংও ভালো হয়নি। কিন্তু সাগরিকা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে। নবীরনও দুর্দান্ত। আমি তাকে সেন্টার ফরোয়ার্ড থেকে সেন্টার ব্যাকে খেলিয়েছি। সে নিজেকে প্রমাণ করেছে। মাঠের এই পরিবর্তনগুলো দলে প্রতিযোগিতা বাড়াবে।’
ম্যাচ জিতলেও কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠ নিয়ে অসন্তুষ্ট পিটার বাটলার। তিনি বলেন, ‘মাঠ নিয়ে কিছুই বলার নেই। গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় মাঠের এমন অবস্থা হয়েছে। আবহাওয়ার উপর আমাদের কোনো হাত নেই। তবে এই মাঠে খেলা অনেক চ্যালেঞ্জিং। বিশেষ করে নতুন ফুটবলারদের জন্য।’
মাঠ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন লঙ্কান কোচ শিরানথা কুমারাও। তিনি বলেন, ‘এমন মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা একেবারেই ঠিক হয়নি। ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কা বেশি থাকে। আমাদের বেশ কয়েকজন ফুটবলার চোট পেয়েছে। যা হতাশাজনক।’
রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।
আমার বার্তা/এল/এমই