ই-পেপার শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

বৃদ্ধা মনিমালা ভ্যান টেনেও সচল রাখতে পারছেন না সংসার

অনলাইন ডেস্ক
০৬ মে ২০২৩, ১৯:৩৪
ষাটোর্ধ্ব মনিমালা মালামাল বোঝাই ভ্যান গাড়ি নিয়ে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে

বৃদ্ধা মনিমালা বয়স ষাট বছরের উপরে। এই বয়সে নাতি নাতনি নিয়ে গৃহকোনে খুনসুটিতে জীবন কাটানেরা কথা । অথচ নির্মম বাস্তবতার শিকার ষাটোর্ধ্ব মনিমালা মালামাল বোঝাই ভ্যান গাড়ি নিয়ে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে। । মাটির জিনিসপত্র তৈরি থেকে বিক্রি সবই করেন তিনি। অদম্য ইচ্ছার জোরে ভ্যান চালিয়ে সংসারের চাকা সচল রাখার চেষ্টা করছেন তিনি।

তবুও অনাহারে অর্ধহারে থাকতে হয় তার পরিবারকে। কারণ সব সময় ভালো বিক্রি হয় না। আর কোন দিন যদি কোন কারণে ভ্যানের চাকা না ঘুরাতে পারেন, সেদিন সংসারের চাকাও থমকে যায় তার।

Indian Pakur

এটি কোন গল্প নয়, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আশুতোষ কুমার পালের স্ত্রী মনিমালার সংগ্রামী জীবনের কথা।

জীবনের শেষপ্রান্তে এসেও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা মনিমালা । পুরুষের মত ভ্যান চালাতে না পারলেও ষাটোর্ধ্ব বৃদ্ধা মনিমালা মাল বোঝাই ভ্যানটি ২ হাতের সাহায্যে টেনে নিয়ে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে এক হাট থেকে অন্য হাটে।

অদম্য ইচ্ছার জোরে ভ্যান চালিয়ে সংসারের চাকা সচল রাখার চেষ্টা করছেন তিনি। প্রায় ২৫ বছর ধরে ভ্যানে মাল বয়ে গ্রামগঞ্জে হাট বাজারে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে বেড়াচ্ছেন তিনি। মাটির তৈরি ব্যাংক, হাড়ি, বাচ্চাদের খেলনার মতো ছোট ছোট জিনিসপত্র বাড়িতে বসে তিনি নিজেই তৈরি করেন।

এছাড়াও ভাড়,মালসা,চাড়ির মতো মাটির তৈরি বড় জিনিসপত্রগুলো কিনে এনে বিক্রি করেন। হাটে কিংবা গ্রামে গ্রামে ঘুরে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার মতো মাল বিক্রি করে থাকেন তিনি ।এতে করে তার লাভ হয় মাত্র ২০০ টাকা।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এতো অল্প টাকা রোজগার করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন বৃদ্ধা মনিমালা। দিনে দিনে শরীরের শক্তিও কমে আসছে। যার কারণে কপালে তার চিন্তার ভাঁজ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অপর্যাপ্ত ও অনিয়মিত রোজগারের কারণে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মনিমালা।

২৫ বছর হলো স্বামীহারা হয়েছেন তিনি। তারপর থেকেই সংসারের বোঝা ঘাড়ে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। এরইমধ্যে মেয়ে বিয়ে দিয়েছেন শিবনগর এলাকায়। ছেলেকেও করিয়েছেন বিয়ে। নলডাঙ্গা বাজারের একটি ভাঙ্গাড়ী দোকানে কাজ করে ছেলে একা সংসার চালাতে পারে না। যে কারণে মনিমালা ভ্যানে করে বিভিন্ন হাটে ও গ্রামে, বাজারে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে থাকেন।

নলডাঙ্গা দুর্গাপুরে ছেলে-বৌমার সাথে পরের জমিতে ঘর করে থাকলেও মনিমালা কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার ভোটার।

কবে কোথায় কিভাবে বিক্র করেন, কখন কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে জানতে চাইলে, ষাটোর্ধ্ব এই বৃদ্ধা বলেন, কালিগঞ্জ শহরে শুক্র ও শনিবার, হাটের দিন হাসপাতাল সড়কে মুসলিম বেকারীর সামনের ফুটপাতে রাস্তায় এবং শনি ও মঙ্গলবার নলডাঙ্গা বাজারে তিনি মাটির তৈরি নানা রকম জিনিসপত্রের পরসা সাজিয়ে বসেন।

আবার ভাটপাড়া, আনন্দবাগ,পাইকপাড়া, জগন্নাথপুরসহ অনেক গ্রামে ভ্যানে করে ঘুরে ঘুরে মাটির জিনিসপত্রও তিনি বিক্রি করে থাকেন। বৈরী আবহাওয়া কিংবা শরীরের ক্লান্তি সবকিছুকে উপেক্ষা করে দিনের-পর-দিন মনিমালা নিজেই মাটির তৈরি জিনিসপত্র বোঝাই ভ্যান টেনে বিক্রি করেন।

শ্রমজীবী মনিমালার আক্ষেপ, হাট বাজারে তার একটি স্থায়ী দোকান নেই। তার নিজের বলে কিছুই নেই । মাথাগোঁজার ঠাঁইও নেই । শুধুমাত্র বিধবা ভাতা ছাড়া আর কোনো সরকারি সাহায্য সহযোগিতা আমি পাই না তিনি। হাট বাজারে একটা স্থায়ী দোকান থাকলে ভ্যান ঠেলে মাল বিক্রি করা লাগত না। অন্য দিকে দোকান কারার সামর্থ্যও তার নেই।

মনিমালার তাই শেষ কথা, সৃষ্টিকর্তা এভাবে যে কয়দিন চালাই সে কয়দিনই চলবো।

এবি/টিএ

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সংসদ সদস্যদের প্রতি শিশুদের আহ্বান

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ সুরক্ষিত রাখার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান

নিয়ন্ত্রণে নেই অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি

  নিত্যপণ্যের বাজার কিভাবে সমন্বয় করবেন সেটিই অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে জ্বালানি

স্মারকলিপি গ্রহণ করেনি ভারতীয় হাইকমিশন

রাজধানীর নতুন বাজারের ভারতীয় হাইকমিশনের সামনে বাংলাদেশের ভূখণ্ডকে কল্পিত 'অখণ্ড ভারত'-এর অংশ দেখিয়ে ভারতীয় নতুন

হয়রানির মুখে জনশক্তি রপ্তানি খাত

ঘুষ, চাঁদাবাজি, মিথ্যা মামলা ও হয়রানির মুখে অনেকেই জনশক্তি রপ্তানি খাত থেকে নিজেদের গুটিয়ে নেয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা

জাপানে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা

বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপ্রতি

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিলো হায়েনা

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট

কৃষি গুচ্ছের আবেদন শুরু আজ

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফদের বেতন কত

রাজবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাপদাহে পরীক্ষার হলে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

তিন ভেন্যুতে খেলতে রাজি পাকিস্তান

কুবিকে অস্থিতিশীল করছেন হত্যা, ধর্ষণ মামলার আসামি রেজা-ই-এলাহি

লিচু খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সংসদ সদস্যদের প্রতি শিশুদের আহ্বান

হলের আবাসিক সিট বুঝিয়ে দিতে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীর উকিল নোটিশ

মাঠের ছেলে মাঠে ফিরেছেন সাকিব

রাজধানীজুড়ে স্বস্তির বৃষ্টি

ছোট পর্দায় আজকের যত খেলা