
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবেইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ২৪ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়া আমরা বড়ো বড়ো কারাগারেও কোরানের তালিম দেওয়া শুরু করবো, যাতে সেখানেও নৈতিক মূল্যবোধের ব্যাপারটা তৈরি হয়ে ওঠে। অতীতে এই প্রকল্পের আওতায় অনেক ভুয়া সেন্টার তৈরি করা হয়েছিল, যা হতাশাজনক। আমরা এই ভুয়া সেন্টারগুলো চিহ্নিত করে চলেছি এবং তা বন্ধ করে দিচ্ছি।
উপদেষ্টা বলেন, আমাদের সময় কম। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। তবে যতক্ষণ আমরা দায়িত্বে রয়েছি, ততক্ষণ আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। তবে যাওয়ার আগে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউতে আনার জন্য প্রশাসন মন্ত্রণালয়ে আমি একটি সামারি দিয়ে যাব। সামারি এক্সসেপ্ট করা হলে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ধর্ম ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি নেবে, আর তার খরচ আমরা দেবো।
প্রধান অতিথি বলেন, মডেল মসজিদ নীতিমালা প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। যেহেতু ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়ানো হবে, তার জন্য অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স লাগে। তবে জেনারেল মসজিদ নীতিমালা এরইমধ্যে করে ফেলা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

