ই-পেপার শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত পোশাক কারখানা

অর্থনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
১৬ মে ২০২৩, ১২:৫৩
সংগৃহীত

ঘড়ির কাটায় দুপুর পৌনে ২টা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পোশাক শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানায় কথা হয় সিনিয়র ম্যানেজার আবু রায়হানের সঙ্গে। তিনি জানালেন গ্যাস ও বিদ্যুতের ভয়াবহ সংকটের কথা।

২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই লোডশেডিং থাকে। আর গ্যাস রাত ১২টায় কোনো রকম পাওয়া যায়, আবার ভোর ৪টায় চলে যায়। এতে কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দিন দিন উৎপাদন কমে যাচ্ছে। একই অবস্থা সাভার ও আশুলিয়ার শত শত শিল্প কারখানার।

রোববার দুপুরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ কারখানায় বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে চলছে কারখানাগুলো।

উলাইলের আনলিমা টেক্সটাইল কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল গফুর বলেন, বিদ্যুৎ এই আসে এই যায়, কখন আসে কখন যায় কেউ বলতে পারে না। ৪ ঘণ্টায় ২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় পোশাক কারখানায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

একই এলাকার বৃহত্তম পোশাক কারখানা স্ট্যান্ডার্ড গ্রুপের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড স্টিচেচ পোশাক কারখানার কর্মকর্তা লায়েস আতিকুর রহমান আতিক সমকালকে বলেন, যে প্রেসারের গ্যাস থাকলে কারখানা চলে, সেই রকম গ্যাসের চাপ পাওয়া যায় না।

দিনে তো গ্যাসই থাকে না, রাতে খুব সামান্য থাকলেও তা দিয়ে কারখানার কোনো কাজ হয় না। এর মধ্যে আবার বিদ্যুৎ থাকে না। গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়ছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা।

তিনি আরও বলেন, আশুলিয়ায় আমাদের আরও কয়েকটি পোশাক কারখানা রয়েছে। সব কারখানাতেই গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় মতো উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারছি না। এছাড়া জেনারেটর ও সিলিন্ডার গ্যাস ব্যবহার করাতে উৎপাদন ব্যয় প্রচুর বেড়ে যাচ্ছে। ফলে অধিকাংশ পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে।

আশুলিয়ার নরসিংপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকট রয়েছে। এখানে গ্যাস নেই বললেই চলে। অধিকাংশ কারখানা বিকল্প ব্যবস্থা করে কারখানা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনা করছে। বিদ্যুৎ দিন-রাতে ৮ থেকে ১০ ঘণ্টা পাওয়া যায়। ফলে কারখানাগুলোতে উৎপাদন হ্রাস পাচ্ছে।

আশুলিয়ার হা-মীম গ্রুপের পোশাক কারখানা নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। শুধু আমাদের গ্রুপের প্রতিষ্ঠানই নয়, এই শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অন্যান্য শিল্প কারখানার মালিকরাও দিশেহারা হয়ে পড়ছেন। দিন দিন কারখানায় উৎপাদন কমে যাচ্ছে ও উৎপাদন ব্যয় ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

‘গ্যাস-বিদ্যুৎসহ নানাবিধ কারণে অধিকাংশ কারখানা বন্ধের উপক্রম হয়েছে। পোশাক কারখানার মালিকরা না পারছে কারখানা চালাতে, আবার না পারছে বন্ধ করতে। কারণ অধিকাংশ পোশাক কারখানার মালিকেরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছেন।’

তিনি আরও বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে কিছু কারখানা চললেও অধিকাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। এই পোশাক শিল্পখাতই বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তাই এ শিল্পখাতকে সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করার জন্য তিনি সরকারের সুদৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।

এবি/ওজি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর ছোড়া

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত

শাস্তির মুখোমুখি হচ্ছেন এমরান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য

ঈদ যাত্রায় চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

  ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ   যাত্রী ভোগান্তি কমাতে নানাবিধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি

৮৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১ শতাংশ

সম্পর্কের অবনতির বিষয়ে ব্লিঙ্কেনকে সতর্ক করেছে চীন

৫৮ বছর বয়সে মাঠে নামছেন বিশ্বকাপজয়ী রোমারিও

তাপমাত্রা মোকাবিলায় যা করছে হিট অফিসার

মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী

তীব্র দাবদাহ অব্যাহত, রেকর্ড ভাঙল ৭৬ বছরের

এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী

২৬ জেলার ওপর দিয়ে তাপদাহ অব্যাহত থাকতে পারে

তৃণমূলের দুর্নীতি ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে: মোদি

বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

টানা দুই হারে সিরিজ খোয়ানোর শঙ্কায় পাকিস্তান

ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস

পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচারবিভাগ নিয়ে কথা বলা বারণ ইমরান খানের

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, কান্না যেন থামছেই না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

কাঠফাটা রোদে ত্বক পুড়ে যাচ্ছে? ঠান্ডা দুধ লাগিয়ে পাবেন সমাধান

দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি: ফারুক

ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয়: ফখরুল