ই-পেপার শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত পোশাক কারখানা

অর্থনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
১৬ মে ২০২৩, ১২:৫৩
সংগৃহীত

ঘড়ির কাটায় দুপুর পৌনে ২টা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পোশাক শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানায় কথা হয় সিনিয়র ম্যানেজার আবু রায়হানের সঙ্গে। তিনি জানালেন গ্যাস ও বিদ্যুতের ভয়াবহ সংকটের কথা।

২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই লোডশেডিং থাকে। আর গ্যাস রাত ১২টায় কোনো রকম পাওয়া যায়, আবার ভোর ৪টায় চলে যায়। এতে কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দিন দিন উৎপাদন কমে যাচ্ছে। একই অবস্থা সাভার ও আশুলিয়ার শত শত শিল্প কারখানার।

রোববার দুপুরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ কারখানায় বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে চলছে কারখানাগুলো।

উলাইলের আনলিমা টেক্সটাইল কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল গফুর বলেন, বিদ্যুৎ এই আসে এই যায়, কখন আসে কখন যায় কেউ বলতে পারে না। ৪ ঘণ্টায় ২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় পোশাক কারখানায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

একই এলাকার বৃহত্তম পোশাক কারখানা স্ট্যান্ডার্ড গ্রুপের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড স্টিচেচ পোশাক কারখানার কর্মকর্তা লায়েস আতিকুর রহমান আতিক সমকালকে বলেন, যে প্রেসারের গ্যাস থাকলে কারখানা চলে, সেই রকম গ্যাসের চাপ পাওয়া যায় না।

দিনে তো গ্যাসই থাকে না, রাতে খুব সামান্য থাকলেও তা দিয়ে কারখানার কোনো কাজ হয় না। এর মধ্যে আবার বিদ্যুৎ থাকে না। গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়ছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা।

তিনি আরও বলেন, আশুলিয়ায় আমাদের আরও কয়েকটি পোশাক কারখানা রয়েছে। সব কারখানাতেই গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় মতো উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারছি না। এছাড়া জেনারেটর ও সিলিন্ডার গ্যাস ব্যবহার করাতে উৎপাদন ব্যয় প্রচুর বেড়ে যাচ্ছে। ফলে অধিকাংশ পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে।

আশুলিয়ার নরসিংপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকট রয়েছে। এখানে গ্যাস নেই বললেই চলে। অধিকাংশ কারখানা বিকল্প ব্যবস্থা করে কারখানা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনা করছে। বিদ্যুৎ দিন-রাতে ৮ থেকে ১০ ঘণ্টা পাওয়া যায়। ফলে কারখানাগুলোতে উৎপাদন হ্রাস পাচ্ছে।

আশুলিয়ার হা-মীম গ্রুপের পোশাক কারখানা নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। শুধু আমাদের গ্রুপের প্রতিষ্ঠানই নয়, এই শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অন্যান্য শিল্প কারখানার মালিকরাও দিশেহারা হয়ে পড়ছেন। দিন দিন কারখানায় উৎপাদন কমে যাচ্ছে ও উৎপাদন ব্যয় ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

‘গ্যাস-বিদ্যুৎসহ নানাবিধ কারণে অধিকাংশ কারখানা বন্ধের উপক্রম হয়েছে। পোশাক কারখানার মালিকরা না পারছে কারখানা চালাতে, আবার না পারছে বন্ধ করতে। কারণ অধিকাংশ পোশাক কারখানার মালিকেরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছেন।’

তিনি আরও বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে কিছু কারখানা চললেও অধিকাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। এই পোশাক শিল্পখাতই বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তাই এ শিল্পখাতকে সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করার জন্য তিনি সরকারের সুদৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।

এবি/ওজি

কি পেলাম, কি হারালাম, শান্তির পায়রা ফিরে আসবে কবে ?

কোটাপ্রথা সংস্কার আন্দোলন। কি হারালাম আর কি পেলাম। এই আন্দোলন আসলে ২০১৮ সালের। সে সময়

সিবিএ নেতা সারোয়ার যেন এক মোগল সম্রাট

* আত্মীয়-স্বজনসহ প্রায় ৪০০ লোককে চাকরি দিয়েছেন * নামে-বেনামে রয়েছে কোটি কোটি টাকার ব্যবসা বিআইডব্লিউটিএর সিবিএ নেতা

কঠোর অবস্থানে সরকার

* কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীদের অবস্থান স্পষ্ট * মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম * আন্দোলন অন্যদিকে ধাবিত

শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৫ গুণীজন

লোকসঙ্গীত শিল্পী মো. আবুল বাশার আব্বাসী। বয়স ৫০ পেরিয়ে ৫১ ছুঁই ছুঁই। আট বছর বয়স
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির দায়ে গ্রেপ্তার রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী

নতুন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি ড. ইউনূসের

এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল সাগরের, ফিরলেন লাশ হয়ে

দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে

সাংবাদিক সাঈদ খানকে গ্রেপ্তারে বিএফইউজে ও ডিইউজের নিন্দা

ঢাকাসহ চার জেলায় আজ ৯ ঘণ্টা কারফিউ শিথিল

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

নদীর বুকে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি

গণ-আন্দোলন দমাতে কারফিউ দিয়ে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিতে চাইছে

সহিংসতায় ঢাকায় ২০৯ মামলা, গ্রেপ্তার ২৩৫৭

নাহিদ-আসিফসহ তিন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনায় বাংলাদেশ পরিস্থিতি

দুই সমন্বয়ককে নিয়ে সরকার পতনের আলোচনা করেন নুর

বিক্ষোভকারী প্রবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাবে মালদ্বীপ

প্রতিটি হামলার বিচার হবে, শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী