ই-পেপার শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত পোশাক কারখানা

অর্থনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
১৬ মে ২০২৩, ১২:৫৩
সংগৃহীত

ঘড়ির কাটায় দুপুর পৌনে ২টা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পোশাক শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানায় কথা হয় সিনিয়র ম্যানেজার আবু রায়হানের সঙ্গে। তিনি জানালেন গ্যাস ও বিদ্যুতের ভয়াবহ সংকটের কথা।

২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই লোডশেডিং থাকে। আর গ্যাস রাত ১২টায় কোনো রকম পাওয়া যায়, আবার ভোর ৪টায় চলে যায়। এতে কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দিন দিন উৎপাদন কমে যাচ্ছে। একই অবস্থা সাভার ও আশুলিয়ার শত শত শিল্প কারখানার।

Indian Pakur

রোববার দুপুরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ কারখানায় বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে চলছে কারখানাগুলো।

উলাইলের আনলিমা টেক্সটাইল কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল গফুর বলেন, বিদ্যুৎ এই আসে এই যায়, কখন আসে কখন যায় কেউ বলতে পারে না। ৪ ঘণ্টায় ২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় পোশাক কারখানায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

একই এলাকার বৃহত্তম পোশাক কারখানা স্ট্যান্ডার্ড গ্রুপের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড স্টিচেচ পোশাক কারখানার কর্মকর্তা লায়েস আতিকুর রহমান আতিক সমকালকে বলেন, যে প্রেসারের গ্যাস থাকলে কারখানা চলে, সেই রকম গ্যাসের চাপ পাওয়া যায় না।

দিনে তো গ্যাসই থাকে না, রাতে খুব সামান্য থাকলেও তা দিয়ে কারখানার কোনো কাজ হয় না। এর মধ্যে আবার বিদ্যুৎ থাকে না। গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত হয়ে পড়ছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা।

তিনি আরও বলেন, আশুলিয়ায় আমাদের আরও কয়েকটি পোশাক কারখানা রয়েছে। সব কারখানাতেই গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় মতো উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারছি না। এছাড়া জেনারেটর ও সিলিন্ডার গ্যাস ব্যবহার করাতে উৎপাদন ব্যয় প্রচুর বেড়ে যাচ্ছে। ফলে অধিকাংশ পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে।

আশুলিয়ার নরসিংপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকট রয়েছে। এখানে গ্যাস নেই বললেই চলে। অধিকাংশ কারখানা বিকল্প ব্যবস্থা করে কারখানা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনা করছে। বিদ্যুৎ দিন-রাতে ৮ থেকে ১০ ঘণ্টা পাওয়া যায়। ফলে কারখানাগুলোতে উৎপাদন হ্রাস পাচ্ছে।

আশুলিয়ার হা-মীম গ্রুপের পোশাক কারখানা নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। শুধু আমাদের গ্রুপের প্রতিষ্ঠানই নয়, এই শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অন্যান্য শিল্প কারখানার মালিকরাও দিশেহারা হয়ে পড়ছেন। দিন দিন কারখানায় উৎপাদন কমে যাচ্ছে ও উৎপাদন ব্যয় ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

‘গ্যাস-বিদ্যুৎসহ নানাবিধ কারণে অধিকাংশ কারখানা বন্ধের উপক্রম হয়েছে। পোশাক কারখানার মালিকরা না পারছে কারখানা চালাতে, আবার না পারছে বন্ধ করতে। কারণ অধিকাংশ পোশাক কারখানার মালিকেরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছেন।’

তিনি আরও বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে কিছু কারখানা চললেও অধিকাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। এই পোশাক শিল্পখাতই বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তাই এ শিল্পখাতকে সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করার জন্য তিনি সরকারের সুদৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।

এবি/ওজি

ঈদ যাত্রায় চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

  ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ   যাত্রী ভোগান্তি কমাতে নানাবিধ

বিসিআইসিতে মামলার তথ্য গোপন করে পদোন্নতি

#বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয় কর্মচারী প্রধান মোহাম্মদ জাকির হোসেনকে      #কর্মচারী প্রধান পদবীতে পদোন্নতি নিয়েছেন     #দুদকের দায়েরকৃত

যুব উন্নয়ন অধিদপ্তরে ফের অস্থিরতা

দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দীর্ঘ দিনেও বাস্তবায়ন হয়নি যুব উন্নয়ন অধিদপ্তরের ১১৮ জন কর্মকর্তার পদোন্নতি। এই দুর্র্নীতিবাজ

ওয়াসায় নতুন চেয়ারম্যান সুজিত কুমার

ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার বালাকে ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা

জাপানে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা

বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপ্রতি

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিলো হায়েনা

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট

কৃষি গুচ্ছের আবেদন শুরু আজ

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফদের বেতন কত

রাজবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাপদাহে পরীক্ষার হলে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

তিন ভেন্যুতে খেলতে রাজি পাকিস্তান

কুবিকে অস্থিতিশীল করছেন হত্যা, ধর্ষণ মামলার আসামি রেজা-ই-এলাহি

লিচু খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সংসদ সদস্যদের প্রতি শিশুদের আহ্বান

হলের আবাসিক সিট বুঝিয়ে দিতে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীর উকিল নোটিশ

মাঠের ছেলে মাঠে ফিরেছেন সাকিব

রাজধানীজুড়ে স্বস্তির বৃষ্টি

ছোট পর্দায় আজকের যত খেলা

নিয়ন্ত্রণে নেই অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি