ই-পেপার বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ যাত্রায় চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

রতন বালো
প্রিন্ট ভার্সন
৩১ মে ২০২৩, ১৫:৫৪

  • ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ
  • যাত্রী ভোগান্তি কমাতে নানাবিধ পদক্ষেপ
  • সিডিউল মেনে চলবে ট্রেন
  • যাত্রী নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা

ঈদকে সামনে রেখে রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এসময় যাত্রী নিরাপত্তা ও ভোগান্তি লাঘবে চালানো হবে ৮ জোড়া বিশেষ ট্রেন। এসব ট্রেনের টিকিট বিক্রি শুরু ১৪ জুন থেকে । অফ লাইনে নয় টিকিট মিলবে অনলাইনে। ট্রেনগুলো চলাচলের সুবিধার্থে ২১৮টি লোকোমোটিভ (ইঞ্জিন) ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

মুসলমানদের বৃহত্তম উৎসব ঈদ-উল-আযহা। এসময় ঘরমুখো মানুষের ভিড় বাড়ে। ফলে যানবাহনের সংকটও বাড়ে। সেই সংকট মোকাবিলায় প্রতিবছরই সরকার নতুন নতুন উদ্যোগ নিয়ে থাকেন। এবারে সেই উদ্যোগের সঙ্গে যোগ হয়েছে বিশেষ ট্রেন চালানোর পদক্ষেপ। ঈদের আগে চারদিন ও ঈদের পরে তিন দিন চলবে এসব বিশেষ ট্রেন। যাত্রীর চাপ সামালাতে ৬৫টি কোচ বাড়তি যোগ করার কথাও জানালেন রেল কর্তৃপক্ষ।

৬৫টি কোচের মধ্যে পাহাড়তলী ওয়ার্কসপ হতে ৪০টি এমজি এবং সৈয়দপুর ওয়ার্কশপ হতে ২৮টি বিজি যাত্রীবাহী কোচ সার্ভিসের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল হতে ১০২টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাড়তি কোচ সংযোগ দেওয়ার ফলে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ৬৫ হাজার যাত্রী চলাচল করতে পারবে বলে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান। তিনি বলেন, এবার ঈদে কাউন্টার থেকে অনলাইনে টিকিট বিক্রি নিশ্চিত করা হয়েছে। এর যেন ব্যত্যয় না ঘটে সেদিকে কঠোর নজরদারির কথাও নিশ্চিত করলেন রেলপথমন্ত্রী। যদিও স্পেশাল ট্রেনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে।

আগামী ১৪ জুন সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে । যা চলবে ১৮ জুন পর্যন্ত । ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ২২ জুন থেকে। চলবে ২৬ জুন পর্যন্ত। গতকাল মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন রেল কর্তৃপক্ষ। এসময় রেলপথ মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় কালো বাজারের টিকিট বিক্রি প্রতিরোধে তারা কি পদক্ষেপ নিয়েছেন? জবাবে রেলপথ মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি নট অ্যাকসেপ্টেবল। কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য যা করনীয় তার সবটাই করবে তার মন্ত্রনালয় ।

মন্ত্রী জানান, ঢাকা থেকে বর্হিগামী আন্ত:নগর ট্রেনের প্রতিদিন ২৯ হাজার আসন অনলাইনে বিক্রি করা হবে। আগামী ২৪ জুন হতে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর করার কথাও জানালেন রেলপথ মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, ১৪ জুন বিক্রি হবে ২৪ জুনের টিকিট। ১৫ জুনে মিলবে ২৫ জুনের টিকিট। ১৬ জুন দেওয়া হবে ২৬ জুনের টিকিট। ১৭ জুনের টিকিট ২৭ জুন, আর ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের টিকিট। আগামী ২২ জুন থেকে ফেরত আসার টিকিট বিক্রি হবে যা ২৬ জুন পর্যন্ত চলবে। তিনি আরও জানান, একজন ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবে। এ ছাড়া বিক্রিত টিকিট ফেরত নেওয়া বা দেওয়ার কেতান সুযোগ থাকছে না।

রেলপথ মন্ত্রীর ভাষায়, টিকিট কালোবাজারী প্রতিরোধ করতে ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাব এর সহযোগিতা নেওয়া হবে। যারা টিকিট কালোবাজারী প্রতিরোধে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেবেন। পাশাপাশি জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানালেন রেলপথ মন্ত্রী।

এ ছাড়া চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান অতিনিক্ত মহাপরিচালক( অপারেশন) সরদার সাহাদাত আলীসহ পূর্ব ও পশ্চিমাঞ্চলের সংশি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্র বলছে, দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন সিডিউল অক্ষুন্ন রাখার স্বার্থে রেলপথ পেট্টোলিং এর ব্যবস্থা করা হবে। রেল ব্রীজসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিগনালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থাও নেয়া হয়েছে বলে রেলওয়ে সূত্রটি নিশ্চিত করেছে। এছাড়া ঢাকা রেলওয়ে ষ্টেশনের অপারেমনাল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পবিত্র-ঈদ-উল আযহায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে ষ্টেশন হতে ২ জোড়া ট্রেন: ঈদ স্পেশাল-১ ও ২ ও ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন চালানো হবে।

ঈদ-উদ-আযহা উপলক্ষ্যে আন্ত:দেশীয় মিতালী ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন আগামী ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত বন্ধ থাববে। তবে আন্তর্জাতিক ভাবে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি শুধুমাত্র ঈদের দিন ২৯ জুন বন্ধ থাকবে। এদিকে ঈদের দিন বিশেষ ব্যবস্থায় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা বহাল রাখার কথা জানালো রেলকর্তৃপক্ষ। এদিন কোন আন্ত:নগর ট্রেন চলাচল করবে না।

এদিকে ঈদ যাত্রার শুরু দিন ২৪ জুন হতে ঈদের আগেরদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর ষ্টেশনে যাত্রা বিরতি থাকবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

এছাড়া টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের ৫ দিন আগে জয়দেবপুর ষ্টেশন হতে ঢাকামুখী এবং ঢাকা ষ্টেশন হতে জয়দেবপুরমুখী আন্ত:জোনাল আন্ত:নগর ট্রেনে কোন টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর ষ্টেশ থেকে ঢাকাগামী একইভাবে ঢাকা ষ্টেশন হতে বিমানবন্দরগামী আন্ত:নগর ট্রেনে কোন টিকিট ইস্যু করা হবে না- এমনটি নিশ্চিত করেছেন রেল কর্তৃপক্ষ।

এবি/ওজি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর ছোড়া

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত

শাস্তির মুখোমুখি হচ্ছেন এমরান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য

বিসিআইসিতে মামলার তথ্য গোপন করে পদোন্নতি

#বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয় কর্মচারী প্রধান মোহাম্মদ জাকির হোসেনকে      #কর্মচারী প্রধান পদবীতে পদোন্নতি নিয়েছেন     #দুদকের দায়েরকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জটিলতায় এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে আশংকা

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির হোতা ফখরুজ্জামানসহ গ্রেপ্তার ২

২১ কোটি টাকা আত্মসাৎ, স্ত্রীসহ সাইমেক্সের এমডি কারাগারে

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৫ জুন

উপজেলায় সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: ত্রাণ প্রতিমন্ত্রী

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে অব্যাহতি

যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ

নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল

কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চান হাইকোর্ট

মোংলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় ও মোনাজাত

দিনের তাপমাত্রা বাড়তে পারে, কমতে পারে রাতের

বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

ইসরায়েলের গভীরে হামলা হিজবুল্লাহর