
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশের মানুষের ভবিষ্যত ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, তাহলে জাতিকে অনেক পে (মাশুল) করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ভুল করবে না।
বুধবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও শহরের ইএসডিওর কার্যালয়ে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে অভ্যুত্থানের ইতিহাস, প্রতিরোধের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস অন্যায় মেনে না নেয়ার ইতিহাস। ’৭১ সালে যার জন্য আমরা লড়াই করেছিলাম, যুদ্ধ করেছিলাম, সত্যিকার অর্থে সেটি ছিল একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ দেখার। আমি এখনো সেই পথেই আছি। বাংলাদেশের ৭০ ভাগ মানুষও সেই পথেই আছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি সত্যের জয় হবে। যার প্রমাণ হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতন।
এর আগে দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি ঢাকা কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে আমরা আহ্বান করি যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার। সেই সাথে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনা বের করে যদি কেউ জড়িত থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তাদের কিছু গাফেলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকে। তাই সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয়, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তাহলে এগুলো হবে না বলে মনে করি।
সম্প্রতি বাউলদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমার বাউলদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এই বাউলরা মাঠে-ঘাটে, প্রান্তরে গান গেয়ে বেড়ায়। তাদের উপর হামলা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে মনে করি। এটা সঠিক নয়। এ ধরনের হিংসা, প্রতিহিংসা কারো জন্য সঠিক নয়। আমরা এটার সুষ্ঠু তদন্ত দাবি করি।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

