দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় জামায়াত নেতাসহ তিন ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের উপস্থিতিতে দলে যোগ দেন ঘোড়াঘাটে স্থানীয় জামায়াত নেতাসহ তিন ইউপি সদস্য।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন। এসময় এজেডএম জাহিদ হোসেন তাদের ফুলের মালা দিয়ে দলে বরণ করে নেন।
বিএনপিতে যোগ দেয়া ব্যক্তিরা হলেন- সিংড়া ইউপি সদস্য সোনা মিয়া, ইউপি সদস্য মফিজুল হক এবং ইউপি সদস্য ও জামায়াত নেতা ওহিদুজ্জামান জামান।
বিএনপিতে যোগ দেয়া ইউপি সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুজ্জামান বলেন, ২০১২ থেকে ১৭ সাল পর্যন্ত তিনি সিংড়া ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক দায়িত্বে ছিলেন। পরে তাকে ওই ইউনিয়ের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। বিএনপিকে ভালোবেসে বিএনপিতে যোগ দিয়েছি।
তিনি আরও জানান, আমার ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দলটির জন্য কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যাবো।
অন্যদিকে সিংড়া ইউনিয়নের জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী বলেন, ওহিদুজ্জামান বাবু মেম্বারকে ২০১৪-১৫ সালের দিকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর থেকে শুধু তিনি একজন সমর্থক হলে হতে পারেন।
এসময় ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই