বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার পর দেখা গেলো চোর-বাটপাড়দের রাজত্ব শুরু হয়ে গেল। যারা সাধারণ মানুষকে লুণ্ঠন করে তাদের নিজেদের ভাগ্য গড়া শুরু করল। যেই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করে একদলীয় রাষ্ট্র গঠন করল।
তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা কোনো দিন আমাদের মঙ্গল চায় না, সেই ভারতের পদানত করে দেওয়া হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় লালমোহন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমোহন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্যাহ।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা ইমরান হোসেন প্রমুখ।
আমার বার্তা/এমই