রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। এ সময়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দুটি (রাকসু-চাকসু) নির্বাচনের ক্ষেত্রে তাদের (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) কোনো উদ্বেগ নেই। আমরা আশা করি নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে। আপনাদের (সাংবাদিক) সাহায্য সহযোগিতাও আমাদের দরকার। আপনারা যারা ওখানে যাবেন, পর্যবেক্ষণ করতে পারবেন। আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থাও রাখবেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক উৎসাহ-উদ্দীপনা নাকি বিরাজ করছে দুটি প্রতিষ্ঠানে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। আমরা আশা করি ভালোভাবে নির্বাচন দুটি আমরা সম্পন্ন করতে পারবো।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়েরটা হবে, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে। তারা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী) হলেন দেশের সবচেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত। যারা ভোট দিচ্ছেন তারাও কিন্তু উচ্চশিক্ষিত। তাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম, যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে।
তিনি বলেন, এই নির্বাচনগুলো দেখে আমাদের কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে। আমরা জাতীয় নির্বাচনে এটা কীভাবে প্রয়োগ করতে পারবো, এজন্য তাদের (বিশ্ববিদ্যালয় শিক্ষক) সঙ্গে বসেছিলাম। তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো পরামর্শ দিয়ে গেছেন। এগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাবো।
নিজেদের মধ্যে আলোচনা করায় তাদেরও একটা উপকার হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু দুটি নির্বাচন হয়ে গেছে, সামনে নির্বাচনগুলো কীভাবে করতে হবে, ছোটখাটো কিছু ভুল-ত্রুটি থাকলে সেগুলো কীভাবে দূর করতে, সংশোধন করতে হবে- এগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তারা শুধু দেশে না, বিদেশেও স্বনামধন্য লোক। তাদের থেকে আমরা অনেক উপকৃত হয়েছি।
তারা কোনো আশঙ্কার কথা বলেছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে কোনো ধরনের আশঙ্কার কথা তারা বলেননি।
জাকসু নির্বাচনের ফলাফল দিতে তিনদিন লেগেছে। ভোট গণনার পদ্ধতির বিষয় তারা কী বলেছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মেশিনে ভোট গুণলে সময় লাগে না। তারা নিজেদের ক্ষেত্রে আলোচনা করেছে মেশিনে যাতে গণনা করা হয়।
শিক্ষা উপদেষ্টা বলেন, যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন একটা জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সামনে আরও দুটো নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা নেওয়া, উত্তম চর্চা, কোনগুলো কাজ করেছে, কোনগুলো কাজ করেনি, এ বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল তারা এসে বলেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান থাকায় অল্প সময়ের নোটিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন আসতে পারেনি।
চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, অন্যদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হলো। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন। যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেই প্রক্রিয়াগুলো জানা, কোন বিষয়গুলোতে আরও একটু ভালোভাবে চেষ্টা থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
আমার বার্তা/এমই