বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় হাসপাতাল থেকে ফেরা গণঅধিকার পরিষদের সভাপতি আহত নুরুল হক নুরকে দেখতে যান আমীর খসরু। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাকে রাজনৈতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।’
নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও জানান বিএনপি নেতা আমীর খসরু। তিনি বলেন, ‘জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত।’
আমার বার্তা/এমই