উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শনিবার (২৬ জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এ সময় তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি হিসাব মতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন।