উত্তরায় বিমান বিধ্বস্ত
আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: স্বাস্থ্য উপদেষ্টা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শনিবার (২৬ জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এ সময় তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি হিসাব মতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন।