“জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে”—এ আহ্বান জানিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “এটি কেবল একটি শপথ অনুষ্ঠান নয়, বরং একটি নতুন সামাজিক চুক্তির সূচনা।”
শনিবার (২৬ জুলাই) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপদেষ্টা ঢাকাসহ দেশের ৬৪ জেলা ও উপজেলা থেকে ভার্চুয়ালি সংযুক্ত লাখো মানুষের কণ্ঠে শপথ বাক্য পাঠ করান।
তিনি বলেন, “আজ আমরা শুধু একটি সমাবেশ করতে আসিনি, আমরা এসেছি একটি নতুন দিনের অঙ্গীকার করতে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যে স্বপ্ন দেখা হয়েছিল—একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, মানবিক ও মর্যাদার বাংলাদেশ—আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।”
তিনি আরও বলেন, “জুলাই পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হলো রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ। রাষ্ট্র আর দূরের কোনো অচেনা প্রতিষ্ঠান নয়—রাষ্ট্র হবে মানুষের সবচেয়ে কাছের বন্ধু।”
দুই মন্ত্রণালয়ের সকল সেবা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিটি সেবা দুর্বল ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আমরা মন্ত্রণালয় কাঠামো পুনর্বিন্যাস করে বৈজ্ঞানিক উপায়ে উপকারভোগীর কাছে তাদের প্রাপ্য ভাতা পৌঁছে দিচ্ছি।”
নারী ও শিশু সুরক্ষার প্রশ্নে তিনি বলেন, “এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না।”
তিনি আরও জানান, “নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং শিশু সুরক্ষা হেল্পলাইন ১০৯৮ এখন থেকে শুধু দুটি নম্বর নয়—এই দুটি নম্বর হবে প্রতিটি নারী ও শিশুর সাহসের কণ্ঠস্বর, সুরক্ষার বর্ম। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী সম্মানের সঙ্গে বাঁচবে, প্রতিটি শিশু নির্ভয়ে বেড়ে উঠবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “জুলাই কন্যা”, দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষক, ইমাম, তরুণ সমাজ ও গণমাধ্যমকর্মীরা।
আমার বার্তা/এমই