পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্ধার করা হয়েছে। হ্যাক হওয়ার প্রায় দুই দিন পর পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার (৫ মে) বেলা পৌনে ১টার দিকে পেজটি পুনরায় সচল হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৩ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে পেজটি পুনরুদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি সচল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পেজটি উদ্ধার করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই