ই-পেপার সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করছে ভারত

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৫, ১৩:১৬

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করতে চলেছে ভারত। এছাড়া বিএসএফের ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টিও শিগগিরই ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে।

এতে প্রায় ১৭ হাজার নতুন সৈন্য যুত্ত হবে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টি শিগগিরই সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে, যাতে প্রায় ১৭ হাজার নতুন সৈন্যকে অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম এবং পূর্ব ফ্রন্টে দুইটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার বা অগ্রবর্তী সদর দপ্তর স্থাপন করা হবে বলেও সরকারি বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর মতে, এই পরিকল্পনা ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে এবং এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়ের অপেক্ষা। অনুমোদন মিললে বিএসএফের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে বলেও দাবি করা হয়েছে।

বিশেষ করে গত বছর বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে (ভারতের) পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এপ্রিলের ২২ তারিখে পেহেলগামে হামলার পর পাকিস্তান সীমান্তেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন ব্যাটালিয়ন এবং সদর দপ্তর প্রতিষ্ঠা বিএসএফের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, জম্মু-কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে জম্মুতে একটি নতুন সেক্টর সদর দপ্তর তৈরি হবে এবং বাংলাদেশ সীমান্তের নজরদারি বাড়াতে মিজোরামে একটি নতুন সেক্টর হেডকোয়ার্টার হবে।

বিএসএফের বর্তমান সেক্টর সদর দপ্তরগুলো জম্মুর রাজৌরি, সুন্দরবনি, জম্মু শহর এবং ইন্দ্রেশ্বর নগরে অবস্থিত। মিজোরাম ও কাচার ফ্রন্টের সদর দপ্তর আসামে, যার অধীনে সিলচর, আইজল এবং মণিপুরে সেক্টর সদর দপ্তর আছে।

নতুন ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ ও নারী কর্মী নিয়োগের জন্য শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বিএসএফ। নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে।

পিটিআই বলছে, বিএসএফের প্রায় পৌনে তিন লাখ সদস্য রয়েছে এবং এই বাহিনী কয়েক বছর আগে ২০-২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব দিয়েছিল। তবে সীমান্তের জটিল ভূপ্রকৃতি এবং দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ১৬টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার।

বিএসএফ বর্তমানে ভারতের ৬ হাজার ৭২৬ কিলোমিটার সীমান্তে দায়িত্বপালন করে থাকে, যার মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত ২ হাজার ২৯০ কিলোমিটার এবং লাইন অব কন্ট্রোলে (এলওসি) ৩৩৯ কিলোমিটার। আর বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৭ কিলোমিটার।

পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিশাল সীমান্তের মধ্যে প্রায় ১০৪৭ কিলোমিটার এখনও বেড়াবিহীন রয়েছে। কারণ ওইসব অংশ নদী, জঙ্গল এবং দুর্গম অঞ্চলের মধ্যে পড়েছে এবং এসব স্থানে বিএসএফের মোট ১ হাজার ৭৬০টি সীমান্ত পোস্ট রয়েছে। নতুন এই ব্যাটালিয়নগুলো এই পোস্টগুলোর নিরাপত্তা ও কার্যক্রম আরও মজবুত করবে বলেও দাবি করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ইসলামাবাদ ও নয়াদিল্লির চলমান তীব্র উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর

ভারতকে ভয় দেখাতে আরও এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসো হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। ঘটনার পর থেকেই পাল্টাপাল্টি

ভারত-পাকিস্তান সংকটের সমাধানে সহায়তার প্রস্তাব রাশিয়ার

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব

যুদ্ধের দামামা, পাঞ্জাবে ভারতীয় সেনাদের ব্ল্যাকআউট মহড়া

অভিযোগ আর হুমকি-ধমকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) টানা ১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবিতে বায়রা সদস্যদের মানববন্ধন

গরমে ফ্রিজের তাপমাত্রা যেমন রাখবেন

পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জনকণ্ঠ সাংবাদিকদের উপর হামলা ও চাকরিচ্যুতি: ডিইউজে'র উদ্বেগ ও নিন্দা

দুই দিন পর উদ্ধার হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ডাটাবেজে ঢুকতে দেবে না ইসি

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

পরিবেশকে মূল ধারায় আনতেই হবে: পরিবেশ উপদেষ্টা

প্রমাণ থাকলে জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচারে দেরি ঠিক হবে না

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

পেট্রোবাংলা ও কৃষি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশি দক্ষ-অদক্ষ কর্মী নেবে ইতালি, খুলছে ভিসার দুয়ার

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

কালোমেঘের ভিতরে একটি মেয়ে হাঁটে

সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য রাখাই বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি

ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ

আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে: গয়েশ্বর

কিউইদের বিপক্ষে সহজ জয়ে ‘এ’ দলের সিরিজ শুরু

ভারতকে ভয় দেখাতে আরও এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের