পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি গরু, দুটি খাসি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।
রোববার (৪ মে) রাত ১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে গৃহকর্তা নিজাম উদ্দিন (৫০) আহত হয়েছেন। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার শরীরের বিভিন্ন অংশে আগুনে ঝলসে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী নিজাম উদ্দিন (৫০) বলেন, গভীর রাতে গোয়ালঘরে থাকা গবাদিপশুর ডাক শুনে ঘর থেকে বের হয়ে দেখি গোয়ালঘর দাউ দাউ করে জ্বলছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মারা গেছে দুটি গরু, দুটি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি। আগুন থেকে গবাদিপশুগুলোকে রক্ষা করতে গিয়ে নিজাম উদ্দিন নিজেও দগ্ধ হন। তার মুখমণ্ডল, পা এবং শরীরের বিভিন্নস্থানে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, এর আগেও তাদের বাড়িতে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তারা ধারণা করছেন, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। এই ঘটনায় তাদের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
আমার বার্তা/এল/এমই