প্রতিষ্ঠান বা যেকোন দাবি আদায়ের ক্ষেত্রে দল তৈরি করে একসঙ্গে কাজ করলে অনেক কঠিন কাজেও সফলতা লাভ করা সম্ভব। একে অপরের প্রতি আস্থা আর বিশ্বাসই পারে যেকোনো দলকে সফল করে তুলতে।
চলুন জেনে নিই দলগত কাজের গুরুত্ব সম্পর্কে:
কাজের লক্ষ্য জানা
কেন, কী কারণে কাজটি করা হচ্ছে, সে বিষয়ে দলের সবার জানা থাকা দরকার। টিমওয়ার্ক অর্থই দলের সবার কাজের প্রতি সমান গুরুত্ব। এতে কাজ, লক্ষ্য ও ফলাফল বিষয়ে সবাই সমান আগ্রহী হয়। এজন্য কাজে সফলতাও আসে সহজে।
সম্ভাব্য ঝুঁকি এড়ানো
দলগতভাবে কাজ করার মূলেই থাকে একে অপরের প্রতি বিশ্বাস। একজন হয়তো যোগাযোগে ভালো, অন্যজন হয়তো সুন্দর করে কথা বলতে পারে, আবার কেউ হয়তো অন্যপক্ষকে বোঝানোর ক্ষমতা রাখেন। সবার সঙ্গে মিলে সম্ভাব্য ঝুঁকি এড়ানো যায় সহজে।
সৃজনশীলতা ও দক্ষতার সংমিশ্রণ
একেকজনের চিন্তা ও কাজের দক্ষতা একেক রকম। একজন যদি কাজ সম্পর্কে হতাশ হয়ে যায়, অন্যজন ঠিকই আগ্রহ ভরে তাকে ফিরিয়ে নিয়ে আসে। নতুন সৃজনশীলতার সঙ্গে পরিচিত হয় দল, পূর্ণ হয় দারুণ একটি কাজ।
সমস্যা সমাধানে
সবাই মিলে কাজ করলে সৃষ্ট যেকোনো নতুন সমস্যার সমাধানে একত্র হয়ে কাজ করা সহজ হয়।
নেতৃত্ব দেওয়ার দক্ষতা
বিভিন্ন ধরনের মিটিং, নতুন নানা কাজ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কাজের প্রতিশ্রুতি রক্ষা, দলের সবাইকে একত্র করে কাজ সম্পন্ন করতে পারা, দলকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সবকিছুই একজন সফল দলনেতার বৈশিষ্ট্য। দলগতভাবে কাজ করলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়।
উন্নতির চেষ্টা অব্যাহত থাকা
সবাই মিলে কাজ করলে নতুন কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। উন্নতির চেষ্টা অব্যাহত থাকে।ভুল হওয়ার সম্ভাবনা কম হয়।এবং সহজেই লক্ষ অর্জন সম্ভব হয়।
আমার বার্তা/এল/এমই