ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নারী উন্নয়ন বিষয়ক প্রকল্প এগিয়ে নিতে সরকার আন্তরিক

আমার বার্তা অনলাইন:
০৮ মে ২০২৫, ১৮:০২
এফবিসিসিআই’র উদ্যোগে ’উইমেন ইন টেকনোলজি’ শীর্ষক সেমিনার

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে হিসেবি এবং মিতব্যায়ী হলেও- নারীদের প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিকরণ, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের আন্তরিকতা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত ‘উইমেন ইন টেকনোলজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সেমিনারে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জানান, তাঁর মন্ত্রণালয়ের অধিনে বর্তমানে নারী উন্নয়ন বিষয়ক ২১টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় নারীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছে।

চতুর্থ শিল্প বিপ্লব এবং আগামীর চ্যালেঞ্জ বিবেচনায় রেখে তথ্য-প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বিষয়ক সেমিনার আয়োজন করার জন্য শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই‘কে সাধুবাদ জানান তিনি।

প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এফবিসিসিআই’র একসাথে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, নিজ সংসারে এবং কমিউনিটিতে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। ডিজিটাল ট্রান্সফরমেশনে নারীদের যুক্ত করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।

সৌদি আরব ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তি সেবা প্রদানকারি প্রতিষ্ঠান এসডিএম –এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সেলওয়া আল-হাজ্জা’র নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সেমিনারে অংশগ্রহণ করেন। এ সময়, নিজ দেশে স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির প্রয়োগ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজে অভিজ্ঞতা তুলে ধরেন ড. সেলওয়া আল-হাজ্জা। শীঘ্রই বাংলাদেশেও স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তি ও সেবা নিয়ে কাজ শুরুর কথা জানান তিনি।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, ডিজিটাল অর্থনীতির উত্থানের সাথে সাথে নারীদের কর্মক্ষেত্রে যোগদান এবং চ্যালেঞ্জিং কাজ গ্রহণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের মেয়েদের প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং বাড়ানোর পরামর্শ দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল -এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (বাংলাদেশ, নেপাল, ভূটান) রুবাবা দৌলা। নারীদের জন্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি, উদ্ভাবন ও গবেষণা এবং নারী উদ্যোক্তা তৈরিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি নারী উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দেন রুবাবা দৌলা।

সেমিনারে আরও বক্তব্য রাখেন মীর টেলিকমের পরিচালক মেহরিন নাসির, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব সাস্টেনিবিলিটি (মার্কেটিং) সুমাইয়া তাবাস্সুম আহমেদ, শেয়ারট্রিপ ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, বাংলাদেশে ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সেস –এর সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

সেমিনারে সমাপনী বক্তব্যে অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সহায়ক কমিটির সদস্য আব্দুল হক, মো. গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই ‘র মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই এর সাধারণ পরিষদের সদস্য জাকির হোসেন, আতিকুর রহমান, সাঈদা আক্তারসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাবৃন্দ।

আমার বার্তা/এমই

মূল্যস্ফীতি ৪–৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

‘দেশের মূল্যস্ফীতি কমছে, সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে

গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে অব্যাহতি দিয়েছে এনবিআর

দেশের শিল্প সুরক্ষায় গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গাড়ি আটকে দিলেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গাড়ি আটকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। বৃহস্পতিবার (৮

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন এডিবি প্রেসিডেন্ট

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সংস্কার চায়, কিন্তু পরিস্থিতি জটিল করা হচ্ছে: ফখরুল

জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব

বিনিয়োগ সম্ভাবনার বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা: তাকুইয়া কাওয়ামুরা

শ্রমবাজার ধ্বংসে ভয়ানক অপতৎপরতা বহিস্কৃত বায়রা নেতা ফকরুলের

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম যুব অধিকার পরিষদের

নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির

ছোট থেকে শিশুদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

দলবদ্ধ ভাবে কাজ করার ক্ষেত্রে সফলতা

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

নাটোরে আম পাড়া শুরু ১৫ মে থেকে

মূল্যস্ফীতি ৪–৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

সেরা নারী সাঁতারু খুঁজতে বিশেষ কর্মসূচি গ্রহণ

প্রাইমারি ও তৈরি পোশাক শিল্পকে সচল করার আহ্বান

বেনজীরের মেয়ের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ ও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

নারী উন্নয়ন বিষয়ক প্রকল্প এগিয়ে নিতে সরকার আন্তরিক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি