ই-পেপার বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নিহতদের ৫ কোটি, আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৫, ১৮:৪৮

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে অভিভাবকের মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এই আদেশ দেন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারি অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

এর আগে এ ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি ও ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধবিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চেয়ে রিট করা হয়। অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস জনস্বার্থে এ রিট আবেদনটি করেন। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণের কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়। সেখানে স্কুল চলাকালীন সময় হওয়ায় বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। এদের অনেকেই হতাহত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আরো অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আমার বার্তা/এমই

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ

উত্তরায় বিমান বিধ্বস্ত: কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু

আশুলিয়ায় মামুন হত্যা: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়া থানাধীন এলাকায় বিএনপি কর্মী মামুন খন্দকার হত্যা মামলায় ধানমন্ডি জোনের সাবেক

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: হাইকোর্টে দুপুরের পর বন্ধ বিচারিক কার্যক্রম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৯১ জন

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে তারেক রহমান পরিবারের দোয়া

ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

বিএনপি–জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরও বেশি: শফিকুর রহমান

তিন-চতুর্থাংশ দল প্রধানমন্ত্রীর দলীয় প্রধান পদে না থাকার বিষয়ে একমত

বিমান বিধ্বস্ত নিয়ে গোপন করার মতো কিছু নেই: বিমানবাহিনী প্রধান

সেই রাইসার খোঁজ মিলেছে, তবে সে আর বেঁচে নেই

বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, এখনো অবরুদ্ধ দুই উপদেষ্টা-প্রেস সচিব

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

নিহতদের ৫ কোটি, আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

৬ ঘণ্টা ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা

আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত সহযোগিতার আশ্বাস বিমান বাহিনী প্রধানের

মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রামের যানজট কমবে

গুলিস্তানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ২

সচিবালয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ৫০ জন ঢাকা মেডিকেলে

চোখের জলে শেষবিদায়, চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ