জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ এদিন বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকার নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
আমার বার্তা/এল/এমই