ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলা এক পশলা বৃষ্টি ভিজিয়েছে ইট-পাঠরের রাজধানী। ভিজেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ঘাসও। তবে তা নির্ধারিত সময়ে টস হওয়া আটকায়নি। সিরিজ নিশ্চিত লক্ষ্য ধরে নামা দ্বিতীয় এই টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।
স্থানীয় সময় বেলা ২টার দিকে থেমে থেমে শুরু হওয়া বৃষ্টি ৩টার দিকেই থেমে যায়। তবে সন্ধ্যা নাগাদ আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষা মৌসুমের মিরপুরের উইকেটে ব্যাটিং করা বরাবরই কঠিন। সিরিজের প্রথম ম্যাচে যা ভালোই বুঝেছে পাকিস্তান। ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালে উইকেট আরও কঠিন হতে পারে।
দ্বিতীয় এই টি-২০ ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনেছে। ওপেনার তানজিদ তামিমের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে রাখা হয়েছে একাদশে।
বাংলাদেশের একাদশ: পারভেজ ইমন, নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান ডানহাতি লেগ স্পিনার আবরার আহমেদকে বিশ্রাম দিয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন আহমেদ ড্যানিয়াল। অলরাউন্ডার ফাহিম আশরাফ ও খুলদিল শাহ আছেন একাদশে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাঈম আইয়ূব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আঘা, মোহাম্মদ নওয়াজ, খুলদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ ড্যানিয়াল।
আমার বার্তা/এমই