
রাশিয়া থেকে তেল আমদানি কমাতে ওয়াশিংটনের দাবি মানতে ব্যর্থ হলে ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, মোদি ভালো মানুষ। তিনি জানতেন যে আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, আমি জানি ভারত রাশিয়ার সাথে বাণিজ্য করে, খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। গত বছর রাশিয়ার তেল ব্যাপকভাবে কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করে। তবে উচ্চ শুল্ক সত্ত্বেও নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই উন্নত বাণিজ্য পরিসংখ্যানের ভিত্তিতে ভারতীয় কর্মকর্তারা মার্কিন বাণিজ্য দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন। বিশেষ করে কৃষিপণ্য আমদানির মতো ইস্যুতে সীমিত নমনীয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কিছুটা কমেছে। ভারত সরকার শোধনাগারগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে সাপ্তাহিক তেল কেনার তথ্য জমা দিতে বলছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে গিয়ে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে।
উল্লেখ্য, শুল্ক আরোপের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তত তিনবার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে আলোচনা এখনও কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইটজারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন।
আমার বার্তা/এমই

