ই-পেপার শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

আমার বার্তা অনলাইন:
০৭ জানুয়ারি ২০২৬, ২২:১৭

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট-এর অধীনে আনুষ্ঠানিকভাবে ট্রান্সপোর্ট সার্ভিস কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। আজ ৭ জানুয়ারি, বুধবার, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আনসার- ভিডিপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, "সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত আনসার ও ভিডিপির বিশাল সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও টেকসই করতে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবহন ব্যবস্থা শুধু একটি সেবা নয়; এটি বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্যের জন্য একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থার অংশ।"

তিনি আরও বলেন, "এই ট্রান্সপোর্ট সার্ভিস থেকে প্রাপ্ত আয় বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে ব্যবহৃত হবে এবং ধাপে ধাপে এ সুবিধা সকল সদস্যের জন্য সম্প্রসারিত করা হবে। যেহেতু, সদস্য সংখ্যা বিপুল, তাই পরিকল্পিত ও পর্যায় ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে একটি সুসংগঠিত কল্যাণ কাঠামো গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরাও একটি সংজ্ঞায়িত ও প্রতিষ্ঠিত কল্যাণের পথ অনুসরণ করতে পারেন।"

বাহিনীর পরিবহন ব্যবস্থাকে সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে উল্লেখ করে বলেন, "এই পরিবহন ব্যবস্থা শুধু অভ্যন্তরীণ প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। বাহিনীর গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাপ্লাই চেইনে সদস্যদের নিজ নিজ দক্ষতা, কুটির শিল্প ও পেশাগত সক্ষমতাকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিয়োজিত করা সম্ভব হবে।"

মহাপরিচালক আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এই পরিবহন ব্যবস্থা দেশের বিভিন্ন জেলায় ব্যবহৃত হবে। প্রাথমিক পর্যায়ে চারটি ডিভিশনের সঙ্গে আরও দুটি ডিভিশন বাস সার্ভিসের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল ডিভিশন ও জেলা এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় আসবে।

অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন, "আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টই বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধির একমাত্র কেন্দ্রবিন্দু। এই ট্রাস্টের মালিক বাহিনীর প্রতিটি সদস্য। তাই এ উদ্যোগকে ব্যক্তি-কেন্দ্রিক না করে প্রতিষ্ঠান ও সদস্য কেন্দ্রিকভাবে পরিচালনা করতে হবে, যাতে বাহিনীর সার্বিক উন্নয়ন ও মঙ্গলের এই যাত্রা দীর্ঘস্থায়ী ও টেকসই হয়।"

আনসার- ভিডিপি সদর সূত্রে জানা যায়, বাহিনীর বৈধ পরিচয়পত্র বহনকারী কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও তাদের পরিবারবর্গের ছুটি, বদলি, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন ও রশদ পরিবহনসহ জরুরি দাপ্তরিক কাজে এই পরিবহন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। গত ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রান্সপোর্ট সার্ভিসের শুভ উদ্বোধন করেন এবং ৬টি বাস, ১৪টি কাভার্ড ভ্যান, ৯টি ট্রুপস ক্যারিয়ার ও ২টি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে ২টি নতুন বাস, ২টি এসি কোস্টার ও ১১টি ১.৫ টন ট্রুপস ক্যারিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে সংযুক্ত করা হলো।

সার্বিকভাবে, আনসার–ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় ট্রান্সপোর্ট সার্ভিসের এই সম্প্রসারণ বাহিনীর সদস্যদের কল্যাণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অপারেশনাল কার্যকারিতা বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পিত বাস্তবায়ন, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং সদস্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই উদ্যোগ ভবিষ্যতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আরও সুসংগঠিত, আত্মনির্ভরশীল ও টেকসই গণপ্রতিরক্ষা শক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন পদবীর কর্মকর্তা- কর্মচারীগণ ও সদস্য-সদস্যাবৃন্দ।

আমার বার্তা/এল/এমই

প্রাণিস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় দরকার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সরকারের দায়িত্ব

ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কীভাবে দেবে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির

আইসিসিবিতে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য প্রদর্শনী শুরু

প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতে বিনিয়োগ বাড়াতে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণিস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তায় সরকারি-বেসরকারি খাতের সমন্বয় দরকার

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন

সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি

পাঁচ প্রকল্পে বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ ইউরো অনুদান দেবে জার্মানি

মারকোসুর বাজারে পোশাক রপ্তানির প্রবেশদ্বার হতে পারে উরুগুয়ে: বিজিএমইএ

মরক্কো-মার্কিন ঐতিহাসিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক উদযাপন

ভারত একজনকে নিরাপত্তা দিতে না পারলে পুরো টিমকে কীভাবে দেবে

আইসিসিবিতে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য প্রদর্শনী শুরু

সুষ্ঠুভাবে জকসু সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাল জবি প্রশাসন

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

কোম্পানির অপরাধে থাকবে শুধু অর্থদণ্ডের বিধান: শফিকুল আলম

কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফেরাতে হাইকোর্টের নির্দেশ

কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখি

মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ নিলো অন্তর্বর্তী সরকার

টানা ছয় ম্যাচে হার নোয়াখালীর, রাজশাহীর জয়ের হ্যাটট্রিক

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক

ফসলের সহনশীলতা বাড়াতে কার্যকারী হবে সামুদ্রিক শৈবাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার