
ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৮ যাত্রী। সোমবার রাজ্যটির তেনকাসি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির
পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে একটি বাস সেনকোট্টাই যাচ্ছিল। আরেকটি বাস কোভিলপট্টির দিকে রওনা দেয়। তেনকাসি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে বাস দুটিতে থাকা ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৮ জন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়াভাবে চলছিল। ধারণা করা হচ্ছে, কেসার বাস চালকের দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।
আমার বার্তা/এল/এমই

