ই-পেপার সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
এএফসি অনূর্ধ্ব-১৭

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

আমার বার্তা অনলাইন:
২৪ নভেম্বর ২০২৫, ১৪:৫০

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয় অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা। আজ দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে আটবার বল জড়িয়েছে।

৮-০ গোলের জয়ে বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস। তা থেকে অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে পাঠান। দশ মিনিট পর রিফাত দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রিদুয়ানের দারুণ পাস থেকে ফয়সাল বল জালে জড়িয়ে তৃতীয় গোলটি করেন। এক মিনিট পর মানিক দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।

দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।

আমার বার্তা/এমই

বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবলে বাইসাইকেল কিকে করা নৈমিত্তিক ঘটনা নয়। এই ধরনের গোল তাই নিয়মিত দেখা যায় না;

সুপার ওভারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় সুপার ওভারে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। রাইজিং স্টারস

দোহায় নাটকীয় হার, শিরোপা মিস বাংলাদেশ

রাইজিং স্টার্স এশিয়া কাপে আবারো ফাইনালের দ্বারপ্রান্তে গিয়েও হতাশায় ডুবে ফিরতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে।

চমক রেখে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বিসিবির

ঘরের মাঠে আইরিশদের টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এবার শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‌সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য আকাশের তারার মতো ধারা প্রয়োগ করা হয়

এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ

ফরিদপুরে গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত এক

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

আগামীকাল থেকে শুরু হচ্ছে অনলাইনে মেট্রোর র‍্যাপিড পাস রিচার্জ

র‌্যাপিড ও এমআরটি পাস কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন মঙ্গলবার

প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন কমনওয়েলথ মহাসচিব

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদকচক্রের ৯ সদস্য আটক

প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে: উপদেষ্টা

উত্তরার জসীম উদ্দীন রোডে দেড় লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ী আহত

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

বগুড়ায় যৌতুক না পাওয়ায় নববধূকে হত্যা

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের চার্জগঠনের শুনানি ৪ ডিসেম্বর

নিজস্ব অর্থায়নে দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জবি শাখা

ভূমিকম্প আতঙ্কে হল ছাড়ছেন শেকৃবি শিক্ষার্থীরা

মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্সের জাতীয় প্রেসক্লাব পরিদর্শন