ই-পেপার মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

আমার বার্তা অনলাইন
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে।

মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রুশ বাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে এবং এর মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, “আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, পুরো দেশ — সমগ্র রাশিয়া — এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।”

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।”

অবশ্য দীর্ঘ আড়াই বছর ধরে চলা এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ নিয়ে আলাদাভাবে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ওপেন সোর্স যুদ্ধক্ষেত্রের মানচিত্র অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশও রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প তার পূর্বের অবস্থান থেকে সরে এসে বলেন, ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের সুযোগ আছে। ওয়াশিংটনও জানিয়েছে, তারা কিয়েভের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের অনুরোধ বিবেচনা করছে। মূলত এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানা সম্ভব।

এদিকে যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরও দুটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি মন্তব্য না করলেও প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, দোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে কিয়েভের পাল্টা আক্রমণ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী এখন শান্দ্রিগোলোভে এবং জারিচনে নামের দুটি গ্রাম নিয়ন্ত্রণ করছে। দুটি গ্রামই স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত।

এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা ভবন থেকে ভবনে অগ্রসর হচ্ছে এবং শান্দ্রিগোলোভে গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে রুশ পতাকা উত্তোলন করছে।

আমার বার্তা/জেএইচ

গাজায় মার্কিন শান্তিপ্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত অবসানের জন্য একটি বিশদ ২০ দফা শান্তি পরিকল্পনা (রোডম্যাপ)

ট্রাম্পের মামলা নিষ্পত্তিতে প্রায় আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে হামলার পর অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের

টাইফুন বুয়ালোই : ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ

গাজায় শান্তি পরিকল্পনা ঘোষণা, হামাসকে ৭২ ঘণ্টার আলটিমেটাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে গাজার জন্য একটি নতুন শান্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলায় গ্রেপ্তার ১৯: আইজিপি

রাষ্ট্রের সংবিধান আর জুলাই সনদ এক জিনিস না: নূরুল কবির

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না: সালাহউদ্দিন

গাজায় মার্কিন শান্তিপ্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত

পূজামণ্ডপকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে: আইজিপি

অসামান্য বীরত্ব দেখানোর পরও বাদ, অবসরের ঘোষণা ওকসের

ট্রফিকাণ্ডে উত্তেজনার মধ্যেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

চিংড়ির জল বড়া তৈরির রেসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনিসেফের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ট্রেনযাত্রী ও গ্রামবাসী সংঘর্ষ

বুধবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

স্বাধীনতার স্বপ্ন ও পরিবারতন্ত্রের অভিশাপ

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নেপালের আরেক ইতিহাস

আজ মহাঅষ্টমী কুমারী পূজা

নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ