
রান্না শিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাধারণভাবে রান্না শেখা নতুন কোনো বিষয় না হলেও, মাহির ক্ষেত্রে বিষয়টি হয়ে উঠেছে বিশেষ। কারণ তিনি রান্নার পাঠ নিয়েছেন দেশের বরেণ্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর কাছ থেকে।
এই বিশেষ অভিজ্ঞতার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। যদিও তিনি কী রান্না শিখেছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। বরং ভক্তদের কৌতূহল বাড়িয়ে সেই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন তাদের দিকে।
ফেসবুকে কেকা ফেরদৌসীর সঙ্গে একটি ছবি পোস্ট করে মাহি ক্যাপশনে লেখেন—
“আমাদের সবার প্রিয় কেকা আপু। আজকে আমি উনার কাছ থেকে খুব ভালো একটা খাবার রান্না করা শিখেছি। বলেন তো, কী হতে পারে?”
আমার বার্তা/এমই

