ই-পেপার মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

এইচএসসির ফল প্রকাশের দিন চূড়ান্ত হয়নি, অক্টোবরের মধ্যভাগে সম্ভাবনা

আমার বার্তা অনলাইন
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা– অক্টোবরের মধ্যভাগেই ফল প্রকাশ সম্ভব হবে। খাতা মূল্যায়ন কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও হয়নি। তবে তিনবার পরীক্ষা পেছানোর কারণে খাতা মূল্যায়নে দেরি হলেও অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে। আপাতত আমরা খাতা মূল্যায়নের কাজ সঠিকভাবে শেষ করায় বেশি গুরুত্ব দিচ্ছি।

মূলত, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যাবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি– ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের আরেকটি সূত্র বলছে, লিখিত পরীক্ষা পিছিয়ে গেলেও তারা প্রথম প্রকাশিত রুটিন ধরে ফল প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছেন। তাই তারা ১৩ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছেন। কারণ, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং ১৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পুনরায় সূচি প্রকাশ করতে হয়, ফলে পরীক্ষা শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে।

আমার বার্তা/জেএইচ

স্নাতক পর্যায়ে ৪ ক্রেডিটের আইসিটি কোর্স শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি কর্তৃত্ব থাকছে

এনটিআরসিএ ভবনে নিয়োগবঞ্চিতদের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডা

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগবঞ্চিতরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন

১৯ অক্টোবরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী। সংশোধিত রুটিন অনুযায়ী—১৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলায় গ্রেপ্তার ১৯: আইজিপি

রাষ্ট্রের সংবিধান আর জুলাই সনদ এক জিনিস না: নূরুল কবির

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না: সালাহউদ্দিন

গাজায় মার্কিন শান্তিপ্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত

পূজামণ্ডপকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে: আইজিপি

অসামান্য বীরত্ব দেখানোর পরও বাদ, অবসরের ঘোষণা ওকসের

ট্রফিকাণ্ডে উত্তেজনার মধ্যেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

চিংড়ির জল বড়া তৈরির রেসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনিসেফের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ট্রেনযাত্রী ও গ্রামবাসী সংঘর্ষ

বুধবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

স্বাধীনতার স্বপ্ন ও পরিবারতন্ত্রের অভিশাপ

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নেপালের আরেক ইতিহাস

আজ মহাঅষ্টমী কুমারী পূজা

নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ