বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য ইউজিসি-ইআরপি সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে ইউজিসি। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অধীনে শিগগিরই এই সফটওয়্যার তৈরি করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা, অ্যাক্রিডিটেশন, প্রকল্প প্রস্তাব, আর্থিক ব্যবস্থাপনা ও প্রোফাইলসহ ইউজিসির বিভিন্ন কার্যক্রমের তথ্য থাকবে।
সোমবার (১৯ মে) ইউজিসিতে দিনব্যাপী ইআরপি সফটওয়্যার আর্কিটেকচার ও ডিজাইনের ওপর বিশেষজ্ঞ মতামত শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং ইউজিসির কার্যক্রম একটি অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসা প্রয়োজন। এজন্য একটি সমন্বিত সফটওয়্যার দরকার। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কার্যকর পদ্ধতি তৈরি হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বিশ্ববিদ্যালয় ও ইউজিসির তথ্য সহজে জানা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ ধরনের একটি সফটওয়্যার প্রয়োজন রয়েছে। সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্ভুল তথ্য এবং তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত দরকার। এই সফটওয়্যার চালু হলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত জনবলের সংখ্যা, জনবলের চাহিদা, বিভাগের সংখ্যা, নতুন বিভাগ খোলার প্রয়োজনীয়তা নির্ণয় এবং চাহিদা অনুসারে বাজেট তৈরি করা সম্ভব হবে।
কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান সভাপতিত্ব করেন। এসময় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত বক্তব্য দেন।
আমার বার্তা/এমই