ই-পেপার শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

কমেছে শুকনা মরিচের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
২০ মে ২০২৩, ১৩:২১
আপডেট  : ২০ মে ২০২৩, ১৩:২৩
ফাইল ফটো

বাজারে প্রায় প্রতিদিনই যখন কোন না কোন নিত্যপণ্যের দাম বাড়ছে তখন কিছুটা স্বস্তির খবর এসেছে শুকনা মরিচের দামে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা থেকে ৬০ টাকা করে।

একসপ্তাহ পূর্বে প্রতি কেজি শুকনা মরিচ ৪২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৬০ টাকা থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি জানিয়ে আরো দাম কমার দাবি নিম্ন আয়ের মানুষ।

Indian Pakur

গত বৃহস্পতিবার সরেজমিন হিলির কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বাজারের প্রায় প্রতিটি দোকানেই শুকনা মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে। কোন ধরনের ঘাটতি লক্ষ্য করা যায়নি সরবরাহ বাড়ায় দোকানিরা কিছুটা কম দামে বিক্রি করছেন। অপরদিকে দাম এখনো তুলনামূলক বেশি হওয়ায় চাহিদার চেয়ে কম কিনছেন মানুষজন।

হিলি বাজারে শুকনা মরিচ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের চাপে পড়ে আমরা সাধারণ মানুষজন চ্যাপ্টা হয়ে যাচ্ছি। বাড়তি দামের কারণে কোন হিসেব নিকেশ আমাদের কাজ করছে না। মাসের যে বাজেট তা ১৫ দিন না যেতেই শেষ হয়ে যাচ্ছে প্রতিটা নিত্যপণ্যের দাম বেশী এভাবে আমরা চলবো কিভাবে। এই বাজারের মধ্যে কিছুটা স্বস্তির খবর এসেছে শুকনা মরিচের দামে। গতসপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজিতে ৪০টাকা থেকে ৬০টাকার মত কমেছে। এতে করে কিছুটা সুবিধা হয়েছে কিন্তু তারপরেও যে দাম রয়েছে এটিও আমাদের মত সাধারণ মানুষদের জন্য বাড়তি।

হিলি বাজারে শুকনা মরিচ কিনতে আসা গৃহিণী নূরজাহান বেগম বলেন, শুকনা মরিচ ছাড়া সাধারণত কোন তরকারিই রান্না করা সম্ভব নয় তাই এটি প্রতেক্যটা পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য। বাড়তি দামের কারণে তরকারিতে শুকনামরিচের ব্যবহার কমাতে হচ্ছে। দাম আরও কমলে আমাদের মত মানুষদের জন্য সুবিধা হয়।

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি বাজারে বগুড়া ও গাইবান্ধা অঞ্চলের শুকনা মরিচের সরবরাহ আগের তুলনায় কমতির দিকে ছিল। যার কারণে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমার কারণে বাজারে দাম ঊর্ধ্বমুখি। তবে সম্প্রতি নতুন করে পঞ্চগড় অঞ্চলের বিন্দু জাতের শুকনামরিচ আসতে শুরু করেছে। উৎপাদন ভালো হওয়ায় এবারে এই জাতের শুকনামরিচের ব্যাপক সরবরাহ রয়েছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

মোকামে আমরা এখন কম দামে শুকনামরিচ কিনতে পারছি যার কারণে আমরাও খানিকটা কম দামে বিক্রি করতে পারছি। সামনের দিনে অন্যান্য অঞ্চলের শুকনামরিচ আসতে শুরু করে যার কারনে বাজারে শুকনা মরিচের সরবরাহ আরও বাড়বে এতে করে দাম আরো কিছুটা কমে আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর এর সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। পণ্যের দাম নিয়ন্ত্রনে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। কেউ যদি অহেতুক কোন পণ্যের মূল্যবৃদ্ধি করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এবি/ওজি

প্রতিবন্ধীদের বাজেট বরাদ্ধ চাহিদার তুলনায় অপ্রতুল

বর্তমান বাজর বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে দরিদ্র প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য নিধারিত মাসিক ভাতা বৃদ্ধির দাবি

আয় না থাকলেও ২ হাজার টাকা কর ব্যাখ্যা এনবিআর চেয়ারম্যানের

আয় না থাকলেও ২ হাজার টাকা আয় কর দিতে হবে। বাজেট ঘোষণার পরে সারাদেশ জুড়ে

টাকা রাখার জায়গা পাব না: অর্থমন্ত্রী

এ বছর থেকেই চালু হবে সর্বজনীন পেনশন ব্যবস্থা । একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত

মে মাসে প্রবাসী আয় ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার

প্রবাসীরা চলতি বছরের মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা

জাপানে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা

বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপ্রতি

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিলো হায়েনা

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট

কৃষি গুচ্ছের আবেদন শুরু আজ

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফদের বেতন কত

রাজবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাপদাহে পরীক্ষার হলে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

তিন ভেন্যুতে খেলতে রাজি পাকিস্তান

কুবিকে অস্থিতিশীল করছেন হত্যা, ধর্ষণ মামলার আসামি রেজা-ই-এলাহি

লিচু খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সংসদ সদস্যদের প্রতি শিশুদের আহ্বান

হলের আবাসিক সিট বুঝিয়ে দিতে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীর উকিল নোটিশ

মাঠের ছেলে মাঠে ফিরেছেন সাকিব

রাজধানীজুড়ে স্বস্তির বৃষ্টি

ছোট পর্দায় আজকের যত খেলা

নিয়ন্ত্রণে নেই অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি