সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেল ৪৯টি ব্র্যান্ড। গত শনিবার রাজধানীর একটি হোটেলে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুপারব্র্যান্ডস বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পাওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে– এসিআই নিউট্রিলাইফ, এসিআই পিওর সল্ট, আকিজ সিরামিকস, একেএস, বসুন্ধরা ডায়াপ্যান্ট, বসুন্ধরা পেপার, বসুন্ধরা এলপি গ্যাস, বসুন্ধরা টিস্যু, বার্জার পেইন্টস বাংলাদেশ, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ, চ্যানেল আই, কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল, ইস্টার্ন ব্যাংক, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ইপিলিয়ন গ্রুপ, ফ্রেশ রিফাইন্ড সুগার, গাজী পাম্পস অ্যান্ড মটরস, গ্রি এয়ার কন্ডিশনার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, হাতিল ফার্নিচার, ইগলু আইসক্রিম, যমুনা ফ্যান ও যমুনা টিভি।
এ ছাড়া সম্মাননা পেয়েছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, মাস্টারকার্ড, ম্যাটাডোর স্টেশনারি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাসির ফ্লোট গ্লাস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, পান্না ব্যাটারি, পাঠাও, প্রাণ-আরএফএল গ্রুপ, রূপচাদা, স্যামসাং মোবাইল, স্যামসাং টেলিভিশন, সিলন টি, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস, শেয়ারট্রিপ, স্বপ্ন, এসএমসি কন্ডমস, এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ডিংকস, স্টেলা, সুপার বোর্ড, সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, টিম গ্রুপ, দি ডেইলি স্টার, তার্কিশ এয়ারলাইন্স এবং ওয়ালটন।
আমার বার্তা/এল/এমই