কক্সবাজারের মহেশখালীতে শাহাদাৎ হোসেন দোয়েল (৪২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোয়েল ওই এলাকার মৃত ফজলুর হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দোয়েলকে লক্ষ্য করে গুলি চালায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই হোবাইব অভিযোগ করে বলেন, ‘স্থানীয় মুজিবকিল্লা এলাকার সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’ তিনি দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার বার্তা/এল/এমই