ই-পেপার সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

শঙ্খের সুরে, ঢাকের বাজনায় মন্দিরে মন্দিরে আনন্দধ্বনি

আমার বার্তা অনলাইন:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে সূচনা হলো দেবীপক্ষের। ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়।

শুভ মহালয়া তিথিতে রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পুরোহিতের ভক্তিকণ্ঠে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা-নমস্তৈস্য নমস্তৈস্য নমোঃ নমোঃ’ মন্ত্রোচ্চারণের পাশাপাশি ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।

ভক্তিমূলক সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা ছিল দিনের আনুষ্ঠানিকতার অংশ। অনেক ভক্ত তাদের মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করে তর্পণ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ মহালয়ার দিনে কৈলাস থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন এবং দেবীপক্ষের সূচনা হয়। দশভুজা শক্তিরূপে দেবী মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন। মহালয়ার ছয় দিন পর আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা এবং দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল পর্ব। এর আগের দিন ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীতে দেবীর বোধন হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে রোববার ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে শুরু হয় মহালয়ার আচার অনুষ্ঠান। এরপর সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে তিল-তর্পণ এবং সাড়ে ৮টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। চণ্ডীপাঠের সঙ্গে সমবেত কণ্ঠে ছিল চণ্ডী বন্দনা।

মহালয়ার মূল আচার অনুষ্ঠান হিসেবে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজার মধ্য দিয়ে চলে মহাশক্তি, মহামায়া, দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে নেমে আসার আবাহন। এ সময় শিল্পীরা আবাহন ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন। হিন্দু ধর্মাবলম্বীরা সুখী, শান্তিময় ও সমৃদ্ধশালী পূণ্যভূমির প্রার্থনা জানান দেবীর কাছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে মন্দিরের নিজস্ব জলাশয়ে গত বছরের দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

ঢাকেশ্বরী দুর্গাপূজা মণ্ডপের পুরোহিত বরুণ চক্রবর্তী বলেন, মহালয়ার দেশ ও জাতির শুভ কামনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিন দেবী দুর্গার ঘট বসানোর মাধ্যমে দেবী দুর্গা বেলতলায় অবস্থান নিয়েছেন। অর্থাৎ কৈলাস (স্বর্গলোক) থেকে মর্ত্যে আসবেন দেবী দুর্গা।

রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরেও ছিল অনুরূপ আনুষ্ঠানিকতা। সেখানে চণ্ডীপাঠ ছাড়াও আবাহন সংগীত পরিবেশিত হয়।

মহালয়া উদযাপন উপলক্ষে ভোর সাড়ে ৫টায় রাজধানীর বনানী মাঠের পূজামণ্ডপে দেবীবরণের আয়োজন করে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথি ও আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সার্বজনীন উৎসব উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়। আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি জেএল ভৌমিক, সাধারণ সম্পাদক অসীম জোয়ারদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরিচালনা করেন নাট্যব্যক্তিত্ব মনোজ সেনগুপ্ত।

এ ছাড়া স্বামীবাগের লোকনাথ মন্দির, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ রাজধানীর অন্যান্য মন্দির ও মণ্ডপে ভোরে চণ্ডীপাঠ, আবাহনী সংগীত, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান আয়োজিত হয়।

আমার বার্তা/এল/এমই

বিলাল (রা.)-এর যে আমলে খুশি হয়েছিলেন প্রিয়নবী (সা.)

রাসুলের মুয়াজ্জিন হজরত বিলালের নিয়ম ছিল, নামাজের কাতারে রাসুলের ঠিক পেছনে দাঁড়াতেন। একদিন ফজরের নামাজের

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত সূরা

পবিত্র কোরআনুল কারিমের ১১২তম সূরা হলো সূরা ইখলাস (যার অর্থ: একনিষ্ঠতা), আয়াত সংখ্যা ৪টি, পারার

জুমার খুতবা শোনা কি জরুরি কি না

সপ্তাহের শ্রেষ্ঠ দিন— জুমার দিন। এ দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। ‘জুমা’ শব্দটি ‘জমা’

ইয়াজুজ-মাজুজের আগমন নিয়ে কুরআন ও হাদিসে যা বলা হয়েছে

কোরআন ও হাদিসে কিয়ামতের যত আলামতের কথা বর্ণিত হয়েছে  তার মধ্যে অন্যতম হলো ইয়াজুজ-মাজুজের আগমন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের

পিরোজপুর-মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ

টেকনাফে পাহাড় থেকে ৩ মানব পাচারকারী আটক, ৮৪ জন উদ্ধার

হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই অর্ধেকের বেশি ডেঙ্গু রোগীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অধিক রেটিং এজেন্সি গড়ে ওঠায় ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল দেবে সরকার

বিস্ফোরক মন্তব্য কোচের, মুখ খুললেন জান্নাতুল সুমনা

টেকনাফে যৌথ অভিযানে ৮৪ জন ভিকটিম উদ্ধার, আটক ৩

আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে

বাংলাদেশ-নেপালের মতো এশিয়ার আরেক দেশে জ্বলে উঠেছে জেন-জিরা

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ৮ যুবক আটক করেছে সেনাবাহিনী

পিআর দাবি পূরণ না হলে জামায়াত কি ভোট থেকে সরে দাঁড়াবে?

বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

সঞ্চয়পত্র কেনাবেচার আলাদা বাজার করার পরামর্শ গভর্নরের

সেবা উন্নত করা গেলে ট্যাক্স সংগ্রহও সহজ হবে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে বাড়ল ভোজ্যতেলের দাম

প্রবাসী ভোটের নিবন্ধন ও প্রক্রিয়া অনুমোদনের পরই দ্রুত জানানো হবে

শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে না: সংবাদ সম্মেলনে ৪ প্যানেল

ইসরায়েলকে প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে সতর্ক করলো যুক্তরাজ্য