ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পোশাকখাতে সহযোগিতায় বিজিএমইএ সভাপতির সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ প্রতিবেদক:
২৮ জুলাই ২০২৫, ১৮:০৮

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার আজ বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সোমবার (২৮ জুলাই) বৈঠকে দুই দেশের মধ্যে তৈরি পোশাক শিল্পে সহযোগিতার নতুন সম্ভাবনা, টেকসই উন্নয়ন, জিএসপি সুবিধা, জ্বালানি দক্ষতা এবং সার্কুলার অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, তার দেশ বৈশ্বিক প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির ০.৭% উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে ব্যয় করে থাকে, যা রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা থাকলেও অটল রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে টেকসই পোশাক শিল্প গঠনে তার দেশ অংশীদার হতে আগ্রহী।

বৈঠকে বিশেষভাবে পোশাক শিল্পে সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি নিশ্চিতে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের পোশাক খাত জিএসপি প্লাস সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। তিনি জিএসপি প্লাসের থ্রেশহোল্ড চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক সরকারের সহযোগিতা কামনা করেন এবং বিষয়টি ইউরোপীয় নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রদূতের সহায়তা চান।

তিনি আরও জানান, সম্প্রতি ডেনমার্কে পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে, যা শিল্পের জন্য উদ্বেগজনক। সেই সঙ্গে তিনি পোশাক খাতে একটি "Unified Code of Conduct" প্রণয়নের মাধ্যমে নিরীক্ষা প্রক্রিয়া সহজ করে শিল্পকে টেকসই ও দায়িত্বশীল করে তোলার প্রস্তাব দেন।

বৈঠকে বাংলাদেশের সবুজ রূপান্তর ও টেকসই অর্থনীতি গঠনে ডেনমার্কের নেওয়া CREATE, PaCT, ও SWITCH2CE প্রজেক্টসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বিশেষভাবে পোশাক কারখানায় এনার্জি অডিট কার্যক্রম, সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনা, এবং জ্বালানি সাশ্রয়ের উপায় নিয়ে আলোকপাত করা হয়।

রাষ্ট্রদূত জানান, এই অডিটের মাধ্যমে জ্বালানির ব্যবহারের প্রকৃত চিত্র পাওয়া যাবে, যা ভবিষ্যতের পরিকল্পনায় সহায়ক হবে। তিনি বিজিএমইএ’র সহায়তা কামনা করেন যাতে ডেনিশ প্রকল্পগুলো যথাযথ তথ্য সংগ্রহ করতে পারে।

ডেনমার্কের রাষ্ট্রদূত আরও বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, সার্কুলার অর্থনীতি এবং তথ্যপ্রযুক্তির মতো খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে তার দেশ আন্তরিকভাবে আগ্রহী।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ডেনমার্কের এ ধরনের সহযোগিতাকে বাংলাদেশের পোশাক শিল্পের সবুজ রূপান্তরে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম ও পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।

আমার বার্তা/এমই

শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে অভ্যাসগত পরিবর্তনের তাগিদ

শিল্পের টেকসই ভবিষ্যৎ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানির দক্ষ ব্যবহার ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর

দীর্ঘ মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর (রি-ইস্যু) ও ২০ বছর (রি-ইস্যু) মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের

জাপান-বাংলাদেশের বিজনেস সাপোর্টে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা

পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবিলা করে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথে যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে

পুঁজিবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়েই চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির বদলি ঠেকাতে মানববন্ধনে শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা

কম্বোডিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫ জন

দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, জেলায় জেলায় সতর্কবার্তা

২৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

হৃদয়ে দুই রিং, চোখে অশ্রু- শ্বশুরের পাশে মানবতার আরেক নাম আলমগীর

জুলাই সনদের খসড়া প্রকাশ, পাঠানো হয়েছে রাজনৈতিক দলকে

মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তির সব তথ্য প্রকাশ করতে হবে

একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে আমরা উদ্বিগ্ন

চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

গজারিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ

পূর্বাচলে ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ১৫৫ অবৈধ ঘর

পোশাকখাতে সহযোগিতায় বিজিএমইএ সভাপতির সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড-বিষয় পরিবর্তনের আবেদন শুরু ১ আগস্ট

এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছি: নীলা ইস্রাফিল

শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে অভ্যাসগত পরিবর্তনের তাগিদ

মৃত্যুর সময় মানুষের যা অনুভব হয়

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

যে ৫টি খাবার শিশুর খাদ্য তালিকা থেকে বাদ দিবেন